উইলিয়ামসনের দাপটে স্বপ্নভঙ্গ শ্রীলঙ্কার, টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে ভারত

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৫৫ রানের জবাবে নিউজিল্যান্ড তোলে ৩৭৩ রান। সেঞ্চুরি করেন ডেরিল মিচেল। এরপর দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা সংগ্রহ করে ৩০২ রান।
দুরন্ত কেন উইলিয়ামসন
দুরন্ত কেন উইলিয়ামসনছবি - ICC - র ট্যুইটার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হলো শ্রীলঙ্কার। ক্রাইস্টচার্চে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর উইলিয়ামসনের দুর্দান্ত ইনিংসে ভর করে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত পঞ্চম দিনে একের পর এক উইকেট পড়লেও বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন উইলিয়ামসন। ১২১ রানে অপরাজিত থাকলেন তিনি। আর কিউইদের এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে জায়গা করে নিলো টিম ইন্ডিয়া।

ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য হয় আমেদাবাদ টেস্ট জিততে হতো, নতুবা শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের যে কোনো একটিতে হারতে কিংবা ড্র করতে হত। আমেদাবাদ টেস্টের যা গতিপ্রকৃতি তাতে এই ম্যাচ ড্র হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যার জন্য গতকাল থেকেই নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষা করছিল ভারতীয় সমর্থকরা। অবশেষে এলো খুশির খবর।

ক্রাইস্টচার্চে বেশ দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচের ফলাফল যে কোনো দলের পক্ষেই যেতে পারতো। শেষ দিনে বৃষ্টি বাধ সাধায় মনে করা হচ্ছিল বুঝি নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ক্রাইস্টচার্চ টেস্ট শেষমেশ ড্র'ই হবে। তবে হিসাবটা বদলে দেয় নিউজিল্যান্ড। তারা কার্যত ওয়ান ডে ক্রিকেটের ঢংয়ে রান তুলে ম্যাচ জিতে যায়। উইলিয়ামসনের সেঞ্চুরির পাশাপাশি ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ডেরিল মিচেল।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৫৫ রানের জবাবে নিউজিল্যান্ড তোলে ৩৭৩ রান। সেঞ্চুরি করেন ডেরিল মিচেল। এরপর দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা সংগ্রহ করে ৩০২ রান। জয়ের জন্য ২৮৫ রানের প্রয়োজন ছিল। মিচেল এবং উইলিয়ামসনের হাত ধরে সেই লক্ষ্যমাত্রা অতিক্রম করে ফেললো ব্ল্যাক ক্যাপসরা। দুই ইনিংসে দুর্দান্ত ব্যাট করে ম্যাচ সেরা হয়েছেন ডেরিল মিচেল।

দুরন্ত কেন উইলিয়ামসন
IND vs AUS: ৪০ মাস অপেক্ষার পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন বিরাট কোহলি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in