IND vs AUS: ৪০ মাস অপেক্ষার পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন বিরাট কোহলি

২৪১ বলে ৫ টি বাউন্ডারির মাধ্যমে তিনি তাঁর শতরানের ইনিংস সাজিয়েছেন। টেস্ট ক্যারিয়ারে এটি বিরাটের দ্বিতীয় সবচেয়ে মন্থর শতরান।
টেস্টে কোহলির ২৮ তম সেঞ্চুরি
টেস্টে কোহলির ২৮ তম সেঞ্চুরিছবি - ট্যুইটার
Published on

অবশেষে টেস্টে সেঞ্চুরির খরা কাটালেন বিরাট কোহলি। ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে নিজের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ২৭ তম শতরানটি পেয়েছিলেন বিরাট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ ৪০ মাস। ৪১ ইনিংসের বিরাট প্রতীক্ষার পর অবশেষে টেস্টে নিজের ২৮ তম সেঞ্চুরিটি পেলেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি কোহলির ৭৫ তম শতরান।

বর্ডার-গাভাসকার ট্রফির চতুর্থ দিনে বহু প্রতিক্ষিত টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট। ২৪১ বলে ৫ টি বাউন্ডারির মাধ্যমে তিনি তাঁর শতরানের ইনিংস সাজিয়েছেন। টেস্ট ক্যারিয়ারে এটি বিরাটের দ্বিতীয় সবচেয়ে মন্থর শতরান। ২০১২ সালে নাগপুরে ২৮৯ বল খেলে সেঞ্চুরি করেছিলেন। এবার খেললেন ২৪১ বল। এই নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার পার্থে বিরাটের ২১৪ বলে সেঞ্চুরিটি।

সার্বিকভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি বিরাটের ১৬ তম শতরান। কোনো এক দেশের বিরুদ্ধে সর্বোচ্চ শতরানের রেকর্ড রয়েছে কিংবদন্তী শচীন তেন্ডুলকরের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০ টি সেঞ্চুরি করেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন অজি কিংবদন্তী ডন ব্র্যাডম্যান। ডন ইংল্যান্ডের বিপক্ষে করেছেন ১৯ টি শতরান। এই তালিকায় তৃতীয় স্থানেও রয়েছেন শচীন তেন্ডুলকর। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭ টি শতরান করেছেন তিনি। আর অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ টি করে শতরান করে চতুর্থ স্থানে বিরাট কোহলি।

আমেদাবাদ টেস্ট ক্রমশ ড্রয়ের দিকে এগিয়ে চলেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত চতুর্থ দিনে এখনও পর্যন্ত ভারতের স্কোর ৫ উইকেট হারিয়ে ৪১১ রান। ১১০* রানে ব্যাট করছেন বিরাট। ৬* রানে ব্যাট করছেন অক্ষর প্যাটেল। অস্ট্রেলিয়ার থেকে এখনও ৬৯ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

টেস্টে কোহলির ২৮ তম সেঞ্চুরি
IND vs AUS: আমেদাবাদ টেস্টে নয়া নজির অশ্বিনের, টপকালেন কিংবদন্তি অনিল কুম্বলেকে!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in