

জনৈক বিজেপি নেতার নিশানায় কিং খান। উত্তরপ্রদেশের বিজেপি নেতা এবং প্রাক্তন বিধায়ক সঙ্গীত সোম বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলে আক্রমণ করলেন। বিজেপি নেতা সঙ্গীত সোমের মতে শাহরুখ খানের ভারতে থাকার কোনও অধিকার নেই। বিতর্কের সূত্রপাত কিং খানের মালিকানাধীন আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স-এ বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি নিয়ে।
বুধবার মীরাটে এক সভায় ভাষণ দিচ্ছিলেন বিজেপি নেতা সঙ্গীত সোম। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমাদের বোনদের বাংলাদেশে ধর্ষণ করা হচ্ছে… হিন্দুদের মারা হচ্ছে…আর শাহরুখ খান তাঁর আইপিএল-এর টিমের জন্য বাংলাদেশের ক্রিকেটার কিনছেন। তিনি আরও বলেন, “শাহরুখ খানের মত বিশ্বাসঘাতকরা যেন মনে রাখেন তিনি একজন তারকা মাত্র এবং এই দেশের মানুষই তাঁকে তারকা বানিয়েছে।
বিজেপি নেতা হুমকি দিয়ে জানিয়েছেন, বাংলাদেশের কোনও ক্রিকেটারকে ভারতে খেলতে দেওয়া হবেনা। তিনি যেন বিমানবন্দরের বাইরে পা রাখার সাহস না দেখান। তাঁর বক্তব্য অনুসারে, ভারতের কিছু মানুষ সিনেমা এবং ক্রিকেটের মাধ্য দিয়ে ‘দেশদ্রোহী’ ভাবনাকে এগিয়ে দেন। এঁদেরকে চিহ্নিত করা উচিত এবং এঁদের ওপর নজর রাখা উচিত।
চলতি বছরে আইপিএল-এর নিলামে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে প্রায় সাড় ৯ কোটি টাকায় কিনেছে। গত বছরের ১৬ ডিসেম্বর আবু ধাবিতে এই নিলাম অনুষ্ঠিত হয়।
যদিও শাহরুখ খানের প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্য করে রেহাই পাননি বিজেপি নেতা সঙ্গীত সোম। এনডিটিভি-র সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত জানিয়েছেন, এঁরা শাহরুখ খানকে আক্রমণ করছে কারণ শাহরুখ খান একজন মুসলিম।
উত্তরপ্রদেশের এনডিএ-র জোটসঙ্গী এবং উত্তরপ্রদেশের মন্ত্রী ওমপ্রকাশ রাজভর সঙ্গীত সোমের কড়া নিন্দা করে জানিয়েছেন, উনি খবরের শিরোনামে থাকতে চাইছেন বলে এই ধরণের মন্তব্য করেছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন