
দক্ষিণ কোরিয়ার জুটির কাছে হেরে মালয়েশিয়া ওপেন থেকে ছিটকে গেল সাত্ত্বিক-চিরাগ জুটি। খেলার ফল ১০-২১ এবং ১৫-২১।
২০২৫ মালয়েশিয়া ওপেনের শুরুটা ভালোই করেছিল ভারতীয় জুটি। শেষ ৩২-এ তাইওয়ান জুটিকে ২১-১০, ১৬-২১ এবং ২১-৫ ব্যবধানে হারিয়ে শেষ ১৬-তে উঠেছিলেন সাত্ত্বিক-চিরাগ। প্রি-কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ান জুটিকে ২১-১৫ এবং ২১-১৫ ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন তাঁরা।
কোয়ার্টার ফাইনালেও দাপটের সাথে খেলেন তাঁরা। মালয়েশিয়ার তেও এবং ওং জুটিকে ২৬-২৪ এবং ২১-১৫ ব্যবধানে পরাজিত করেন। কিন্তু সেমিফাইনালে ভারতের এই জুটি ধরাশায়ী হয় দক্ষিণ কোরিয়ার কিম-সেও জুটির কাছে।
শনিবার প্রথম সেট ১০-২১ ব্যবধানে হারেন সাত্ত্বিক-চিরাগ। দ্বিতীয় সেটে কামব্যাক করলেও লাভ হয়নি। দ্বিতীয় সেটে একসময় ১১-৮ ব্যবধানে এগিয়েছিল ভারতীয় জুটি। সেখান থেকে লাগাতার পয়েন্ট নিতে থাকে দক্ষিণ কোরিয়া। ম্যাচ শেষ হয় ১৫-২১ ব্যবধানে।
উল্লেখ্য, গত মালয়েশিয়া ওপেনের সেমিফাইনালে ভারতীয় জুটির প্রতিপক্ষ ছিল কোরিয়ার হাউক-জাই জুটি। তাঁদের হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। ফাইনালে অবশ্য চীনের লিয়াং উইকেং-ওয়াং চ্যাং জুটির কাছে ২১-৯, ১৮-২১ এবং ১৭-২১ ব্যবধানে হারে ভারত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন