IND vs ENG: ইংল্যান্ড সিরিজে খেলবেন কে এল রাহুল! চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই কি সিদ্ধান্ত বদল বোর্ডের?

People's Reporter: এখনও পর্যন্ত দেশের হয়ে ৭৭টি একদিনের ম্যাচ খেলেছেন রাহুল। রান করেছেন ২৮৫১। গড় ৪৯.১৫। স্ট্রাইকরেট ৮৭.৫৬।
কে এল রাহুল
কে এল রাহুলছবি - কে এল রাহুলের ফেসবুক ওয়াল
Published on

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কে এল রাহুলকে নিয়ে সিদ্ধান্ত বদল বিসিসিআই-র। ইংল্যান্ড সিরিজের একদিনের দলে রাখা হতে পারে রাহুলকে, একাধিক সূত্র মারফত এমনটাই খবর পাওয়া যাচ্ছে।

প্রথমে জানা গিয়েছিল আসন্ন ইংল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে রাহুলকে। তারকা ক্রিকেটার নিজে থেকেই বোর্ডের কাছে বিশ্রাম চেয়েছিলেন। কিন্তু তাঁকে বিশ্রাম দিলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে সুযোগ পাওয়া কঠিন হতে পারে। বর্তমানে জানা যাচ্ছে ইংল্যান্ড সিরিজে রাহুলকে বিশ্রাম দেওয়া হবে না। তাঁকে একদিনের দলে রাখা হতে পারে। ফলে চ্যাপিয়ন্স ট্রফির আগে কিছুটা অনুশীলন হয়ে যাবে কে এল রাহুলের।

এখনও পর্যন্ত দেশের হয়ে ৭৭টি একদিনের ম্যাচ খেলেছেন। রান করেছেন ২৮৫১। গড় ৪৯.১৫। স্ট্রাইকরেট ৮৭.৫৬।

বর্ডার-গাভাসকর ট্রফিতে অন্যান্য ব্যাটারদের থেকে ছন্দে ছিলেন কে এল রাহুল। তিনি ১০ ইনিংসে ২৭৬ রান করেছেন তিনি। ফলে তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলে সুযোগ দিয়ে ভারতের ব্যাটিং লাইন আপ আরও মজবুত করতে চাইছে বিসিসিআই।

অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার বিষয়ে আইসিসিকে চিঠি লিখতে পারে বিসিসিআই। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিক দল ঘোষণা করার শেষ সময় ১২ জানুয়ারি। এই সময় পিছিয়ে দেওয়ার জন্য আবেদন জানাবে বিসিসিআই। বোর্ডের সেই আর্জিতে আইসিসি মান্যতা দেয় কিনা সেটাই দেখার।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে রয়েছেন মহম্মদ শামি, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, কুলদীপ যাদবরা। এই ইংল্যান্ড সিরিজ থেকে তাঁদের বেছে নেওয়ার সুযোগ রয়েছে।

আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড সিরিজ। প্রথমে ৫টি টি-২০ এবং পরে ৩টি ওয়ান ডে খেলবে দুই দল। প্রথমটি হবে ২২ জানুয়ারি, দ্বিতীয়টি হবে ২৫ জানুয়ারি, তৃতীয়টি ২৮ জানুয়ারি, চতুর্থ টি-২০ হবে ৩১ জানুয়ারি এবং পঞ্চম টি-২০ হবে ২ ফেব্রুয়ারি।

একদিনের ম্যাচ শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে। দ্বিতীয়টি হবে ৯ ফেব্রুয়ারি এবং তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচটি হবে ১২ ফেব্রুয়ারি।

কে এল রাহুল
Kolkata Derby: গুয়াহাটি ডার্বিতে অস্কারের ইস্টবেঙ্গলকে সমীহ মোহনবাগানের মোলিনার!
কে এল রাহুল
Ravichandran Ashwin: 'হিন্দি আমাদের রাষ্ট্র ভাষা নয়' - রবিচন্দ্রন অশ্বিন

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in