
সিঙ্গাপুর ওপেনের পুরুষদের ডবলস বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠল সাত্ত্বিক-চিরাগ জুটি। ইন্দোনেশিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম সেট হেরে দুরন্ত কামব্যাক করে ভারতীয় জুটি। অন্যদিকে, দ্বিতীয় রাউন্ডেই চীনা প্রতিপক্ষের কাছে হেরে ছিটকে গেলেন পি ভি সিন্ধু।
বৃহস্পতিবার সিঙ্গাপুর ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে নেমেছিল সাত্ত্বিক-চিরাগ জুটি। প্রথম সেটে ১৯-২১ ব্যবধানে পিছিয়ে পড়ে ভারতীয় জুটি। তবে দুরন্ত প্রত্যাবর্তন করেন সাত্ত্বিক-চিরাগ। দ্বিতীয় সেটে ২১-১৬ এবং তৃতীয় সেটে ২১-১৯ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভারতীয় জুটি।
শেষ আটে ভারতীয় জুটির প্রতিপক্ষ মালয়েশিয়ার এস এফ গোহ এবং এন ইজ্জুদিন জুটি। আগামীকাল অর্থাৎ ৩০ মে কোয়ার্টার ফাইনালে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, পুরুষদের এবং মহিলাদের সিঙ্গেলসে হতাশ করলেন এইচ এস প্রণয় এবং পি ভি সিন্ধু। চীনের ওয়াই এফ চেনের কাছে প্রথম সেটে দাঁড়াতেই পারেননি সিন্ধু। ৯-২১ ব্যবধানে হারতে হয় ভারতীয় শাটলারকে। দ্বিতীয় সেটে দুরন্ত ছন্দে ফেরেন সিন্ধু। চীনা প্রতিপক্ষকে ২১-১৮-এ পরাজিত করে সমতায় ফেরেন সিন্ধু। তৃতীয় তথা ম্যাচ নির্ণায়ক সেটে চীনা প্রতিপক্ষ ১৬-২১ ব্যবধানে পরাস্ত করেন সিন্ধুকে।
পুরুষদের সিঙ্গেলসে ফরাসি শাটলার সি পোপভের কাছে হারেন এইচ এস প্রণয়। তিনি প্রথম সেট ১৬-২১ এবং দ্বিতীয় সেট ১৪-২১ পয়েন্টে হারেন।
অন্যদিকে মহিলাদের ডবলসেও লজ্জাজনক পারফর্ম করেন ভারতের গায়ত্রী গোপিচাঁদ এবং টি জলি। চীনের ওয়াই এফ জিয়া এবং এস এক্স জাং জুটির কাছে ৮-২১ ও ১০-২১ ব্যবধানে পরাস্ত হন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন