Denmark Open: ডেনমার্ক ওপেনের সেমিফাইনালে সাত্ত্বিক-চিরাগ, প্রতিপক্ষ জাপান

People's Reporter: ডেনমার্ক ওপেনে ভারতীয় জুটি ইন্দোনেশিয়ার মহম্মদ রিয়ান আরদিয়ান্তো এবং রহমত হিদায়াত জুটিকে ২১-১৫, ১৮-২১ এবং ২১-১৬ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়।
সাত্ত্বিক-চিরাগ জুটি
সাত্ত্বিক-চিরাগ জুটিছবি সংগৃহীত
Published on

ডেনমার্ক ওপেনের সেমিফাইনালে ভারতের তারকা পুরুষ ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ সেট্টি। শনিবার ভারতীয় সময় দুপুর ৩.৩০টে থেকে ম্যাচ শুরু হতে পারে। তবে পুরুষদের সিঙ্গেলসে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন লক্ষ্য সেন।

ডেনমার্ক ওপেনে ভারতীয় জুটি ইন্দোনেশিয়ার মহম্মদ রিয়ান আরদিয়ান্তো এবং রহমত হিদায়াত জুটিকে ২১-১৫, ১৮-২১ এবং ২১-১৬ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়। ৬৫ মিনিটের এই লড়াইয়ে সাত্ত্বিক-চিরাগ শুরু থেকেই ছন্দে ছিলেন।

সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ জাপানের তকুরো হোকি এবং ইউগো কোবায়াশি জুটি। প্রথম দুই রাউন্ডে ভারতীয় জুটি সহজেই হারিয়েছিল স্কটল্যান্ডের ক্রিস্টোফার ও ম্যাথিউ জুটিকে এবং তাইওয়ানের লি ও ইয়াং জুটিকে।

অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন বিশ্বের দুই নম্বর আন্দ্রেসকে হারিয়ে বড় চমক দেখালেও কোয়ার্টার ফাইনালে পরাজয় স্বীকার করেন। সপ্তম বাছাই ফ্রান্সের অ্যালেক্স লানিয়েরের কাছে ৯-২১ এবং ১৪-২১ ব্যবধানে পরাজিত হন লক্ষ্য।

উল্লেখ্য, চলতি বছর এখনও পর্যন্ত একটিও ওপেন চ্যাম্পিয়ন হতে পারেনি সাত্বিক-চিরাগ জুটি। বছরের শুরুতে মালয়েশিয়া ওপেনে দক্ষিণ কোরিয়ান জুটির কাছে সেমিফাইনালে ১০-২১ এবং ১৫-২১ ব্যবধানে হারতে হয়েছিল এই জুটিকে। এরপর ইন্ডিয়া ওপেনে সেমিফাইনালে মালয়েশিয়ান প্রতিপক্ষের কাছে ১৮-২১ এবং ১৪-২১ পয়েন্টে হারতে হয়।

সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনাল থেকেও ছিটকে যেতে হয়েছিল ভারতীয় জুটিকে। মালয়েশিয়ান প্রতিপক্ষের কাছে ২১-১৯, ১০-২১ এবং ১৮-২১ ব্যবধানে হারতে হয়েছিল। জুলাইতে চায়না ওপেনে ফের মালয়েশিয়ার কাছে ১৩-২১ এবং ১৭-২১ ব্যবধানে হারে ভারতীয় জুটি। আগস্ট মাসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে চীনা প্রতিপক্ষের বিরুদ্ধে ১৯-২১, ২১-১৮ এবং ১২-২১ ব্যবধানে হেরেছিল ভারতীয় জুটি এবং সেপ্টেম্বর মাসে হংকং ওপেনের ফাইনালে চীনের লিয়াং-ওয়াং জুটির কাছে ২১-১৯, ১৪-২১ এবং ১৭-২১ ব্যবধানে হারতে হয় চিরাগ-সাত্ত্বিককে।

সাত্ত্বিক-চিরাগ জুটি
Afghanistan: পাক হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার! ত্রিদেশীয় সিরিজ বয়কটের ডাক রাশিদ খানদের
সাত্ত্বিক-চিরাগ জুটি
Kolkata Derby: বিদ্রোহ নয়, চাই সমর্থন - আইএফএ শিল্ড ফাইনালে সমর্থকদের বার্তা মোহনবাগান কোচের

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in