
মালয়েশিয়া ওপেনের সেমিফাইনালে উঠল সাত্ত্বিক-চিরাগ জুটি। মালয়েশিয়ান প্রতিপক্ষকে ২৬-২৪ এবং ২১-১৫ ব্যবধানে পরাজিত করল ভারতীয় জুটি। শেষ চারে তাঁদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।
প্রি-কোয়ার্টার ফাইনালের পর কোয়ার্টার ফাইনালেও দাপট বজায় থাকলো ভারতীয় জুটির। শুক্রবার মালয়েশিয়ার তেও এবং ওং জুটির সাথে ম্যাচ ছিল সাত্ত্বিক-চিরাগের। প্রথম সেটে ভারতীয় জুটি ২৬-২৪ ব্যবধানে জেতে।
দ্বিতীয় সেটে বেশ কিছুটা পয়েন্টে এগিয়ে যায় মালয়েশিয়ান জুটি। কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে পারেননি তাঁরা। বিপরীত দিকে থাকা ভারতের দুই ব্যাডমিন্টন তারকা লাগাতার পয়েন্ট নিতে থাকে। দ্বিতীয় সেট ২১-১৫ ব্যবধানে জিতে নেন সাত্ত্বিক-চিরাগ।
সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। শনিবার কিম-সেও জুটির সামনে খেলবেন সাত্ত্বিক-চিরাগ। দক্ষিণ কোরিয়ার এই জুটি কোয়ার্টার ফাইনালে তাইওয়ানের এফ জে লি এবং এফ সি লি জুটিকে দাঁড়াতেই দেয়নি। ২১-১১ এবং ২১-৭ ব্যবধানে ম্যাচ জিতে নেয় কিম-সেও জুটি।
উল্লেখ্য, গত মালয়েশিয়া ওপেনের সেমিফাইনালে ভারতীয় জুটির প্রতিপক্ষ ছিল কোরিয়ার হাউক-জাই জুটি। তাঁদের হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। ফাইনালে অবশ্য চীনের লিয়াং উইকেং-ওয়াং চ্যাং জুটির কাছে ২১-৯, ১৮-২১ এবং ১৭-২১ ব্যবধানে হারে ভারত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন