
বিশ্বের এক নম্বর মালয়েশিয়ান জুটি গোহ সে ফেই এবং নুর ইজ্জউদ্দিনকে হারিয়ে সিঙ্গাপুর ওপেনের সেমিফাইনালে উঠলো ভারতের সাত্ত্বিক-চিরাগ জুটি। এই নিয়ে চলতি বছরে ৩টি টুর্নামেন্টের সেমিফাইনালে যোগ্যতা অর্জন করল এই জুটি।
সিঙ্গাপুর ওপেনের প্রথম রাউন্ড থেকেই দুরন্ত ছন্দে রয়েছে সাত্ত্বিক-চিরাগ জুটি। শুক্রবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ২১-১৭, ২১-১৫ ব্যবধানে জয়ী হয় ভারতীয় জুটি।
ফিটনেসজনিত সমস্যায় কিছু সপ্তাহ ভুগলেও, এই ম্যাচে ভারতীয় জুটির দৃঢ় মানসিকতা তাঁদের পুরনো ছন্দ ফিরিয়ে আনে। চলতি মরসুমে তাঁদের এটি তৃতীয় সেমিফাইনাল। এর আগে মালয়েশিয়া ও ইন্ডিয়া ওপেনেও শেষ চারে পৌঁছেছিল এই ভারতীয় জুটি।
প্রথম সেটে এক সময় ৭-৭ ব্যবধান ছিল। পরে ১১-৮ ব্যবধানে এগিয়ে যায় ভারতীয় জুটি। এরপর চাপ বজায় রেখে ১৮-১৫ ব্যবধানে পৌঁছে যায় তাঁরা। পরে ২১-১৭ ব্যবধানে প্রথম সেট জেতেন সাত্ত্বিক-চিরাগ।
দ্বিতীয় গেমে কিছু ভুল করলেও দ্রুত ছন্দে ফিরে এসে ৬-৬ থেকে পরপর চার পয়েন্ট নিয়ে এগিয়ে যায় ভারত। বিরতির সময় তাঁরা ১১-৭ ব্যবধানে এগিয়ে থাকে। এরপর কিছুটা খেলায় ফেরে মালয়েশিয়ান জুটি। কিন্তু ভারতীয় জুটির দাপটে তাঁরা জিততে ব্যর্থ হয়। দ্বিতীয় সেট ২১-১৫ ব্যবধানে জয়ী হন সাত্ত্বিক-চিরাগ।
সেমিফাইনালে ভারতীয় জুটির প্রতিপক্ষ আরেক মালয়েশিয়ান জুটি। আগামীকাল অর্থাৎ শনিবার সাত্ত্বিক-চিরাগকে খেলতে হবে মালয়েশিয়ার এশিয়া এবং ডব্লিউ ওয়াই সোহ-র বিরুদ্ধে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন