আসামে শুরু হল ৭৯ তম সন্তোষ ট্রফি ফুটবল। এই নিয়ে সপ্তমবার আসামে ভারতের প্রাচীনতম এবং ঐতিহ্যশালী ফুটবল টুর্নামেন্ট সন্তোষ ট্রফি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। এবারের সন্তোষ ট্রফি ফুটবলের সমস্ত ম্যাচ সরাসরি FIFA+-এ সম্প্রচারিত করা হবে। যার ফলে ভারতীয় ফুটবলের এই টুর্নামেন্ট দেশের পাশাপাশি বিদেশেও ছড়িয়ে পড়বে। প্রসঙ্গত, সন্তোষ ট্রফির ইতিহাসে বাংলাই সবচেয়ে সফল দল। যারা ৩৩বার চ্যাম্পিয়ন এবং ১৪ বার রানার্স আপ হয়েছে।
সন্তোষ ট্রফির প্রথম দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। যার মধ্যে ডাকুয়াখানায় ২টি ম্যাচ এবং শিলাপাথরে একটি ম্যাচ। ডাকুয়াখানার দুটি ম্যাচ উত্তরাখন্ড ও রাজস্থানের মধ্যে এবং বাংলা ও নাগাল্যান্ডের মধ্যে। অন্যদিকে শিলাপাথরে তামিলনাড়ু ও আসামের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী ম্যাচে রাজস্থান ৩-২ গোলে উত্তরাখণ্ডকে পরাজিত করেছে। অন্য একটি ম্যাচে বাংলা ৪-০ গোলে নাগাল্যান্ডকে পরাজিত করে এবং আসামকে ১-০ গোলে পরাজিত করে তামিলনাড়ু। এদিন বাংলার পক্ষে গোল করেন রবি হাঁসদ, সায়ন ব্যানার্জি, আকাশ হেম্ব্রম, আকিব নবাব।
আসাম ১৯৫৯-৬০ সালে নগাঁওয়ে প্রথম এই টুর্নামেন্টের আয়োজন করে। এরপর ১৯৬৯-৭০ সালে ফের আসাম এই টুর্নামেন্টের দায়িত্ব পায়। গত কয়েক দশক ধরে গুয়াহাটিতে আরও চারবার দক্ষতার সাথে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালে লখিমপুরের কাছে ডাকুয়াখানা এবং ব্রহ্মপুত্রের উত্তর তীরে ধেমাজি এবং শিলাপাথরে এই টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রাথমিকভাবে বাছাইপর্বের জন্য সব রাজ্য দলকে ন’টি গ্রুপে ভাগ করা হয়েছিল। এই গ্রুপের বিজয়ীরা চূড়ান্ত রাউন্ডে খেলার সুযোগ পেয়েছে। গত মরশুমের ফাইনালিস্ট পশ্চিমবঙ্গ এবং কেরালার সাথে আয়োজক আসাম চূড়ান্ত রাউন্ডের গ্রুপগুলিতে সরাসরি প্রবেশাধিকার পেয়েছে। চূড়ান্ত রাউন্ডে ১২টি দল রয়েছে। এই ১২টি দলকে ছ’টি করে দুটি গ্রুপে রাখা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ চারটি দল নকআউট পর্বে উন্নীত হবে।
গ্রুপ এ-তে রয়েছে আয়োজক আসাম, বর্তমান চ্যাম্পিয়ন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড এবং রাজস্থান। গ্রুপ বি-তে রয়েছে কেরালা, সার্ভিসেস, পাঞ্জাব, ওড়িশা, রেলওয়ে এবং মেঘালয়। এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ২ এবং ৩ ফেব্রুয়ারি, এরপর ৫ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ৮ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে গ্রুপ এ-তে রয়েছে স্বাগতিক আসাম, বর্তমান চ্যাম্পিয়ন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড এবং রাজস্থান। গ্রুপ বি-তে রয়েছে কেরালা, সার্ভিসেস, পাঞ্জাব, ওড়িশা, রেলওয়ে এবং মেঘালয়। কোয়ার্টার ফাইনাল ২ এবং ৩ ফেব্রুয়ারি, এরপর ৫ ফেব্রুয়ারি, সেমিফাইনাল এবং ফাইনাল ৮ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে ফাইনাল অনুষ্ঠিত হবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন