

ঘোষণা করা হল ৭৯তম সন্তোষ ট্রফির মূল পর্বের গ্রুপ বিন্যাস। আগামী ২১ জানুয়ারি থেকে অসমে শুরু হবে সন্তোষ ট্রফির মূল পর্বের খেলা। ফাইনাল ৮ ফেব্রুয়ারি।
গত সপ্তাহে গ্রুপ বিন্যাস হয়েছে। দু’টি গ্রুপে ভাগ করে গ্রুপ বিন্যাস ঘোষণা করা হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলার সঙ্গে রয়েছে তামিলনাড়ু, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, রাজস্থান ও আয়োজক অসম। গ্রুপ ‘বি’ তে রয়েছে কেরল, সার্ভিসেস,পাঞ্জাব, ওড়িশা, রেলওয়েজ ও মেঘালয়।
১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে গ্রুপ পর্বের খেলা। সব মিলিয়ে ৩৫টি দল খেলছে গ্রুপ পর্বে। বাংলা গতবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা সরাসরি মূল পর্বে খেলবে। গতবারের রানার্স আপ কেরলও সরাসরি নামবে ফাইনাল রাউন্ডে। এছাড়াও সরাসরি ফাইনাল রাউন্ডে খেলবে আয়োজক অসম।
ইতিমধ্যে ফুটবলারদের বাছাই শুরু করে দিয়েছেন বাংলার কোচ সঞ্জয় সেন। ২১ জানুয়ারি বাংলার প্রথম ম্যাচ। যেখানে তাঁদের লড়াই করতে হবে নাগাল্যান্ডের বিপক্ষে। ২৩ জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবসে তাঁদের দ্বিতীয় ম্যাচ। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে উত্তরাখন্ড। ২৫ জানুয়ারি তাঁদের লড়াই শক্তিশালী রাজস্থানের বিপক্ষে। ২৮ জানুয়ারি বাংলার প্রতিপক্ষ তামিলনাড়ু। ৩০ জানুয়ারি বাংলা খেলবে অসমের বিরুদ্ধে। সমস্ত ম্যাচগুলি দুপুর ১. ৩০ থেকে শুরু হবে। ৮ ফেব্রুয়ারী ফাইনাল।
উল্লেখ্য, সবথেকে বেশি ৩৩ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। তাঁদের লক্ষ্য ৩৪ বার খেতাব ঘরে তোলা। ৬ বছর অপেক্ষার পর গত মরশুমে সঞ্জয় সেনের কোচিংয়ে সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন হয় বাংলা। ফাইনালে কেরলকে ১-০ গোলে হারায়। একেবারে শেষ মুহূর্তে গোল করেছিলেন রবি হাঁসদা। গতবছর সন্তোষ ট্রফি ঘরে এনে বাংলার ফুটবলাররা সরকারি চাকরি পেয়েছেন। এবারও খেতাব জয়ের লক্ষ্য নিয়ে নামবে বাংলা দল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন