Armando Sadiku: মোহনবাগান ছেড়ে পাঞ্জাবের পথে সাদিকু!

People's Reporter: শোনা যাচ্ছে সাদিকুকে প্রস্তাব দিয়েছে পাঞ্জাব এফসি। পাঞ্জাব এফসি থেকে মেহেদি তালাল নাকি ইস্টবেঙ্গলে চলে যাচ্ছেন। তাই সেই জায়গায় সাদিকুকে আনতে চায় পাঞ্জাব ম্যানেজমেন্ট।
আর্মান্দো সাদিকু
আর্মান্দো সাদিকুছবি - মোহনবাগানের ফেসবুক পেজ
Published on

আগামী মরসুমে জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস থাকলেও আর্মাদো সাদিকুকে ছেড়ে দিতে চলেছে মোহনবাগান। তার সঙ্গে চুক্তি আরও ১ বছর থাকলেও আশানুরূপ পারফরমেন্স তিনি করতে পারেননি। ফলে তাকে রাখবে না সবুজ মেরুন ব্রিগেড।

সাদিকু ভারতেই খেলতে চান বলে জানিয়েছেন। শোনা যাচ্ছে সাদিকুকে প্রস্তাব দিয়েছে পাঞ্জাব এফসি। এবার পাঞ্জাব এফসি থেকে মেহেদি তালাল নাকি ইস্টবেঙ্গলে চলে যাচ্ছেন। তাই সেই জায়গায় সাদিকুকে আনতে চায় পাঞ্জাব ম্যানেজমেন্ট।

সাদিকুর মার্কেট ভ্যালু এখন ৪.৮ কোটি টাকা। সেই দামেই এই ফুটবলারকে নেবে পাঞ্জাব। ২০১৬ সালের ইউরো কাপে আলবানিয়ার হয়ে ইতিহাস গড়েছিলেন এই স্ট্রাইকার। সে বারের ইউরো কাপে রোমানিয়ার বিরুদ্ধে আলবানিয়া জাতীয় দলের হয়ে প্রথম গোল করে দেশকে জিতিয়েছিলেন আর্মান্দো সাদিকু।

লা লিগার দ্বিতীয় ডিভিশনের ক্লাব এফসি কার্তাহেনার তারকা সাদিকু। তবে মোহনবাগান জার্সিতেও বেশ কয়েকটি ম্যাচ তিনি জেতান। তবুও তাঁর পারফরমেন্স দেখে খুশি নয় দল। আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে টিম মোহনবাগান। সেই কারণে তারা শক্তিশালী দলগঠনে জোর দিচ্ছে। দলের বাজেটও বাড়তে চলেছে বলে খবর।

আর্মান্দো সাদিকু
T20 World Cup 24: বিশ্বকাপে ধোনির এই রেকর্ড ভাঙা কঠিন, ডেভিলিয়ার্সকে পিছনে ফেলতে পারেন ওয়ার্নার
আর্মান্দো সাদিকু
T20 World Cup 24: একনজরে দেখুন টি-২০ বিশ্বকাপের মঞ্চে দ্রুততম শতরানের মালিকদের
আর্মান্দো সাদিকু
Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট দলের কোচ হবেন 'দাদা'! সৌরভের পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in