Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট দলের কোচ হবেন 'দাদা'! সৌরভের পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

People's Reporter: এবার কি ভারতীয় কোচের ভূমিকার দেখা যাবে প্রাক্তন বিসিসিআই সভপতি সৌরভ গাঙ্গুলিকে? 'দাদা'র একটা পোস্টেই সেই জল্পনা শুরু হয়েছে।
সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলিছবি - সংগৃহীত
Published on

রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচ কাকে করা হবে তা নিয়ে চিন্তায় রয়েছে বিসিসিআই। গৌতম গম্ভীর এবং আশিষ নেহেরার নাম কোচ হিসেবে উঠে এলেও তা এখনও চূড়ান্ত হয়নি। এর মধ্যেই এক্স মাধ্যমে কোচ নিয়ে একটি পোস্ট করে জল্পনা বাড়ালেন সৌরভ গাঙ্গুলি

এবার কি ভারতীয় কোচের ভূমিকায় দেখা যাবে প্রাক্তন বিসিসিআই সভপতি সৌরভ গাঙ্গুলিকে? 'দাদা'র এক পোস্টেই সেই জল্পনা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে এক্স মাধ্যমে সৌরভ লেখেন, 'এক জনের জীবনে কোচের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাঁদের নির্দেশনা, অক্লান্ত অনুশীলন মাঠের বাইরে অথবা মাঠের মধ্যে যে কোনও ব্যক্তির ভবিষ্যত জীবনে আমূল পরিবর্তন আনে। তাই বুদ্ধিমত্তার সাথেই কোচ এবং প্রতিষ্ঠান বেছে নেওয়া উচিত'।

সৌরভ গাঙ্গুলির এই পোস্টের পরই জল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সম্ভবত ভারতীয় দলের কোচ হবেন। তবে পোস্টের কোথাও তিনি ভারতীয় দল বা নিজের কোচ হওয়ার কথা উল্লেখ করেননি। আবার ঠিক কী বোঝাতে চাইলেন সেটাও পরিষ্কার নয়।

গত ২৭ মে ভারতীয় কোচের জন্য আবেদন পত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। আপাতত টি-২০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন রাহুল দ্রাবিড়ই। ভারতের কোচ বাছাই নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চাইছে না বিসিসিআই। সবদিক বিবেচনা করেই কোচ ঠিক করা হবে বলেই বোড সূত্রে খবর।

সৌরভ গাঙ্গুলি
T20 World Cup 24: বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে জঙ্গি হামলার ছক! নিউইয়র্কজুড়ে কড়া নিরাপত্তা, কী বলল ICC?
সৌরভ গাঙ্গুলি
T20 World Cup 24: টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান থেকে সর্বোচ্চ উইকেট, মালিক কারা দেখুন

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in