RCB: বিক্রি হতে চলেছে আরসিবি! IPL ও WPL-এ বিরাট-স্মৃতিদের নিলামে প্রভাব কি পড়বে?

People's Reporter: বিশ্ববিখ্যাত মদ প্রস্তুতকারক সংস্থা ডায়াজিও (Diageo) আইপিএল ও ডব্লিউপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-এর মালিক।
বিক্রি হতে চলেছে আরসিবি
বিক্রি হতে চলেছে আরসিবিছবি - সংগৃহীত
Published on

বিক্রি হতে চলেছে বিরাট কোহলি-স্মৃতি মন্ধানাদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামী বছর মার্চের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে বর্তমান মালিক সংস্থা ডায়াজিও (Diageo)। ইতিমধ্যেই বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে বলেই দাবি সংস্থাটির।

বিশ্ববিখ্যাত মদ প্রস্তুতকারক সংস্থা ডায়াজিও (Diageo) আইপিএল ও ডব্লিউপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-এর মালিক। তারা ফ্র্যাঞ্চাইজিতে নিজেদের অংশীদারিত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করেছে।

বুধবার ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (SEBI)-তে দাখিল করা এক নথিতে ডায়াজিও জানিয়েছে, তারা রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড (RCSPL)-এ তাদের বিনিয়োগ নিয়ে একটি “কৌশলগত পর্যালোচনা” শুরু করেছে। এই সংস্থাই আরসিবির পুরুষ ও মহিলা দল পরিচালনা করে।

এই প্রক্রিয়া ২০২৬ সালের ৩১ মার্চ-এর মধ্যে সম্পন্ন হওয়ার কথা। যা ভারতের আর্থিক বছরের শেষ দিন। উল্লেখ্য, আরসিএসপিএল সম্পূর্ণরূপে ইউনাইটেড স্পিরিটস লিমিটেড (USL)-এর মালিকানাধীন, আর ইউএসএল-এর মূল মালিক ডায়াজিও।

সেবিতে জমা দেওয়া বিবৃতিতে ইউএসএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান এক্সিকিউটিভ কর্মকর্তা প্রবীণ সোমেশ্বর বলেন, “আরসিএসপিএল ইউএসএলের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হলেও এটি আমাদের মূল অ্যালকোহল ব্যবসার অংশ নয়। এই পদক্ষেপ আমাদের ভারতের পোর্টফোলিও পুনর্মূল্যায়নের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে, যাতে অংশীদারদের দীর্ঘমেয়াদি মূল্য নিশ্চিত করা যায় এবং আরসিএসপিএলের স্বার্থও রক্ষা হয়।”

ডায়াজিওর এই সিদ্ধান্তের ফলে নিকট ভবিষ্যতে আরসিবির দল গঠন বা আইপিএল ও ডব্লিউপিএল নিলাম প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। সম্ভাব্য নতুন মালিকের জন্য আইপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদন প্রয়োজন, ফলে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া ২০২৬ সালের আইপিএল মরসুমের পরেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা বেশি।

২০০৭ সালে বিজয় মালিয়া ইউএসএলের চেয়ারম্যান হিসেবে ১১১.৬ মিলিয়ন মার্কিন ডলারে ফ্র্যাঞ্চাইজিটি কিনেছিলেন। পরে ২০১৬ সালে তিনি পরিচালক পদ থেকে সরে দাঁড়ান এবং ডায়াজিও সম্পূর্ণ মালিকানা গ্রহণ করে।

বিক্রি হতে চলেছে আরসিবি
UCL: ১০ জনের বায়ার্নের কাছে পিএসজির হার, রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ১-০ গোলে জয় লিভারপুলের
বিক্রি হতে চলেছে আরসিবি
ছিল না কোনও বার্ষিক চুক্তি, ম্যাচ পিছু মিলত ১০০০ টাকা! কতটা কঠিন ছিল মিতালী রাজদের লড়াই?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in