

লুইস দিয়াজের জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজিকে ২-১ গোলে হারালো বায়ার্ন মিউনিখ। ১০ জনের বায়ার্নের বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেও জিততে পারেনি পিএসজি। রীতিমতো এক রোমাঞ্চকর রাতের সাক্ষী থাকলেন ফুটবল সমর্থকরা।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হয়েছল পিএসজি এবং বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৪ মিনিটেই বায়ার্নকে এগিয়ে দেন দিয়াজ। ৩২ মিনিটে ফের তিনি গোল করে দলকে এগিয়ে দেন। পিএসজির রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে তিনি নিজের দ্বিতীয় গোলটি করেন। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমেই পরিস্থিতি পাল্টে যায়। হাকিমিকে ট্যাকল করে লাল কার্ড দেখেন দিয়াজ। ঐ ট্যাকলে আহত হয়ে চোখে জল নিয়ে মাঠ ছাড়েন মরক্কোর তারকা ফুটবলার হাকিমি।
দশ জন নিয়ে দ্বিতীয়ার্ধ খেলেও বায়ার্ন দৃঢ়ভাবে রক্ষণ সামলায়। পিএসজির হয়ে জোয়াও নেভেস ৭৪ মিনিটের মাথায় একটি গোল শোধ করেন। কিন্তু কোনও লাভ হয়নি তাতে। ম্যাচে ২৫টি শট নেয় পিএসজি, ৬৫% বল দখলে রেখেছিল। অন্যদিকে ৩৫% বল দখল করে মাত্র ৯টি শট নেয় বায়ার্ন।
এই জয়ের মাধ্যমে বায়ার্ন মিউনিখ তাদের অপ্রতিরোধ্য ফর্ম ধরে রাখল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৬ ম্যাচে অপরাজিত রয়েছে তারা। যার মধ্যে চ্যাম্পিয়নস লিগের চার ম্যাচেই জয় পেয়েছে।
বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি ম্যাচ শেষে বলেন, “চ্যাম্পিয়নস লিগের শিরোপা এখনই নির্ধারিত হয় না। এখন গুরুত্বপূর্ণ হলো পরের রাউন্ডে ওঠা। আর এই তিন পয়েন্ট ছিল অত্যন্ত মূল্যবান।”
পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, “আমাদের সতর্ক থাকতে হবে। এত বেশি ম্যাচ খেলতে হচ্ছে যে খেলোয়াড়দের ফিট রাখা কঠিন হয়ে পড়েছে। আমরা হাকিমি ও ডেম্বেলের অবস্থা পর্যবেক্ষণ করছি।”
অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের অন্যান্য ম্যাচে নাপোলি এবং ফ্রাঙ্কফুর্টের ম্যাচ (০-০), জুভেন্তাস বনাম স্পোর্টিং (১-১), অলিম্পিয়াকোস বনাম পিএসভি (১-১) ম্যাচ ড্র হয়েছে। রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল, কোপেনহেগেনের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে টোটেনহ্যাম, অ্যাটলেটিকো মাদ্রিদ জিতেছে ৩-১ গোলে, মোনাকো ১-০ গোলে এবং আর্সেনাল ৩-০ গোলে পরাজিত করেছে স্লাভিয়া প্রাহাকে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন