East Bengal: পুজোর আগেই ইস্টবেঙ্গলে আসছেন রোনাল্ডিনহো!

People's Reporter: আগামী ১৫, ১৬ এবং ১৭ অক্টোবর এই ৩ দিন রোনাল্ডিনহো কলকাতায় থাকবেন। এই সময়েই ইস্টবেঙ্গল ইনভেস্টর ইমামি গোষ্ঠী বাইপাসের এক হোটেলে ডিনার পার্টির আয়োজন করবেন।
কলকাতায় আসছেন রোনাল্ডিনহো
কলকাতায় আসছেন রোনাল্ডিনহোছবি - সংগৃহীত

আর্জেন্টিনার গত কাতার বিশ্বকাপজয়ী গোলকিপার এমি মার্টিনেজকে এনে বড় চমক দেয় মোহনবাগান ক্লাব। এবার ইস্টবেঙ্গল ক্লাব চমক দিতে চলেছে ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য রোনাল্ডিনহোকে এনে। আগামী ১৫ অক্টোবর রোনাল্ডিনহোকে কলকাতায় নিয়ে আসবেন শতদ্রু দত্ত।

কলকাতায় তিনিই মার্টিনেজকে এনেছিলেন। এবার আনছেন রোনাল্ডিনহোকে। আগামী ১৫, ১৬ এবং ১৭ অক্টোবর এই ৩ দিন রোনাল্ডিনহো কলকাতায় থাকবেন। এই সময়েই ইস্টবেঙ্গল ইনভেস্টর ইমামি গোষ্ঠী বাইপাসের এক হোটেলে ডিনার পার্টির আয়োজন করবেন। সেখানে ইস্টবেঙ্গলের পুরো ফুটবল দল থেকে শুরু করে কোচ কার্লোস কুয়াদ্রাত থাকবেন। যদিও মোহনবাগান ক্লাবে এসেছিলেন মার্টিনেজ। কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে রোনাল্ডিনহো আসবেন না বলেই খবর।

তবে ভারতে তিনি এই প্রথম আসছেন না। এর আগে ২০১২ সালের ২৭ ডিসেম্বর পুনেতে এসেছিলেন, ২৮ ডিসেম্বর প্রকাশ করেছিলেন রোনাল্ডিনহো ভার্সেস এলিয়েন্স মুভির। ২০১৬ সালে ২৪ জানুয়ারি কোঝিকোড়ে এসেছিলেন রোনাল্ডিনহো। নাগজি ফুটসল প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এরপর ওই বছরই ফের ভারতে আসেন রোনাল্ডিনহো। ১৩ জুলাই চেন্নাইয়ে পৌঁছন প্রিমিয়ার ফুটসল লিগে অংশ নেওয়ার জন্য। গোয়া ফাইভের অধিনায়ক হিসেবে চেন্নাইয়ের নেহরু ইনডোর স্টেডিয়ামে নেমেছিলেন বল পায়ে। বার্সেলোনার প্রাক্তন কিংবদন্তি ২০১৭ সালেও ভারতে এসেছিলেন। সেবার মুম্বইয়ে।

কলকাতায় আসছেন রোনাল্ডিনহো
Cricket World Cup 2023: রুদ্ধশ্বাস ম্যাচ জিতেও পিচ নিয়ে অসন্তুষ্ট রবীন্দ্র জাদেজা!
কলকাতায় আসছেন রোনাল্ডিনহো
CFL: ডার্বির টিকিট থেকে প্রাপ্ত অর্থ কিংবদন্তি কোচ নৈমুদ্দিনকে দেওয়ার আবেদন মোহনবাগানের!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in