

'এভাবেও ফিরে আসা যায়' - কথাটা এখন টিম ইন্ডিয়ার ক্ষেত্রে ব্যাপকভাবে প্রযোজ্য। কারণ রবিবার বিশ্বকাপের ম্যাচে ২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পরও রুদ্ধশ্বাস সেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় ভারত। তবে ম্যাচ জিতেও খুশি নন রবীন্দ্র জাদেজা। পিচ নিয়ে কার্যত অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
ম্যাচ শেষে জাদেজা বলেন, "প্রথম ওভার বল করতে গিয়েই একটু অবাক হয়েছিলাম। বল থেমে থেমে উইকেটে যাচ্ছিল। আবার কোন বল ঘুরবে আর কোন বল সোজা যাবে বোঝা যাচ্ছিল না। স্টিভ স্মিথকে যে বলে আউট করেছিলাম সেটা বেশিই ঘুরেছিল"।
তিনি আরও বলেন, "পিচ পুরো টেস্ট ম্যাচের মতো ছিল। বোলাররাই বুঝতে পারছিল না কোন বলটা কোন দিকে যাবে। তাই উইকেট টু উইকেট বলই করেছি"।
পাশাপাশি তিনি বলেন, "ভেবেছিলাম দুপুরের গরমে উইকেট শুকিয়ে যাওয়ায় বল ধীর গতিতে যাচ্ছে। কিন্তু দ্বিতীয় ইনিংসেও একই রকম অসুবিধা হচ্ছিল। কোনোটা স্লো আসছিল আবার কোনোটা দ্রুত। ফলে ব্যাটারদের একটু অসুবিধা হচ্ছিল"।
গতকাল ১০ ওভার বল করে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন জাদেজা। তাঁর বলে আউট হন স্টিভ স্মিথ, লাবুসেন এবং অ্যালেক্স ক্যারি। এছাড়া ২টি করে উইকেট নেন বুমরাহ এবং কুলদীপ যাদব। ১টি করে উইকেট পেয়েছেন অশ্বিন, মহম্মদ সিরাজ ও হার্দিক পাণ্ডিয়া।
প্রথমে ব্যাট করতে নেমে ১৯৯ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ২ রানে ৩ উইকেট হারায় ভারত। ০ রানে প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা, ঈশান কিষাণ। কোহলি এবং রাহুলের পার্টনারশিপে বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পায় টিম ইন্ডিয়া।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন