Santosh Trophy 2023-24: দশ জনে খেলেও ওড়িশা বধ, জয় দিয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু বাংলার

People's Reporter: ২-০ গোলে জয় এলেও সোমবার সেই ভাবে নজর কাড়তে ব্যর্থ ৩২ বারের সন্তোষ ট্রফি জয়ীরা। পাঞ্জাব পৌঁছে কোনও রকম অনুশীলন ছাড়াই সোমবার ওড়িশার বিরুদ্ধে মাঠে নামতে হয় বাংলাকে।
বাংলা দল
বাংলা দলছবি - সংগৃহীত
Published on

জয় দিয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু করলো বাংলা। দশজনে খেলেও সন্তোষের প্রথম ম্যাচে জয় পেলো বঙ্গ ব্রিগেড।

পাঞ্জাবের মাটিতে ওড়িশাকে হারিয়ে সন্তোষ যাত্রা শুরু রঞ্জন চৌধুরীর দলের। ম্যাচের ৭৫ মিনিটে জোড়া হলুদ কার্ডে মাঠ ছাড়তে হয় দীপেন্দু বিশ্বাসকে। ম্যাচের বাকি সময়টা দশ জনেই লড়তে হয় শঙ্কর রায়দের। তবে ২-০ গোলে জয় এলেও সোমবার সেই ভাবে নজর কাড়তে ব্যর্থ ৩২ বারের সন্তোষ ট্রফি জয়ীরা। পাঞ্জাব পৌঁছে কোনও রকম অনুশীলন ছাড়াই সোমবার ওড়িশার বিরুদ্ধে মাঠে নামতে হয় বাংলাকে।

ম্যাচের ১৪ মিনিটে হেমব্রমের বাড়ানো থ্রু থেকে গোল করতে ভুল করেননি বিজয় মুর্মু। স্কোরলাইন বাংলা ১, ওড়িশা ০। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত প্রাধান্য ছিল রঞ্জন চৌধুরীর দলের।

দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পায় বাংলা। গোল করতে ভুল করেননি জিতেন মুর্মু। ফলে স্কোর লাইন হয় বাংলা ২, ওড়িশা ০। ওড়িশার বিরুদ্ধে জয় গ্রুপ বি-র পরবর্তী ম্যাচগুলোতে বাংলা দলকে আত্মবিশ্বাস দেবে বলেই মনে করা হচ্ছে।

বাংলা দল
Asian Games 2023: হকিতে সোনা জয়, প্রত্যেক খেলোয়াড়কে ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা নবীন পট্টনায়েকের
বাংলা দল
Cricket World Cup 2023: দ্রুততম সেঞ্চুরি থেকে সর্বাধিক রান - রেকর্ডের পাহাড় দক্ষিণ আফ্রিকার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in