Rohan Bopanna: বিশ্বরেকর্ড 'বুড়ো ঘোড়া'র - অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে উঠেই শীর্ষ স্থানে বোপান্না

People's Reporter: টুর্নামেন্টে দুরন্ত খেলার সুবাদে এক নম্বরে উঠে যাবেন বোপান্না। আগামী সপ্তাহে প্রকাশিত হবে বিশ্ব র‍্যাঙ্কিং-র তালিকা।
রোহন বোপান্না
রোহন বোপান্নাফাইল চিত্র- সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ডবলসের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন জুটিকে হারিয়েই বিশ্বরেকর্ড গড়লেন ভারতের 'বুড়ো ঘোড়া' রোহন বোপান্না। নতুন প্রকাশিত ডবলস র‍্যাঙ্কিং-এ বিশ্বের এক নম্বর ডবলস প্লেয়ার হতে চলেছেন তিনি। এখনও পর্যন্ত রোহনের ব্যক্তিগত সর্বোচ্চ র‍্যাঙ্কিং হচ্ছে ৩।

ভারতীয় টেনিস তারকা রোহনের বয়স বর্তমানে ৪৩ বছর। কিন্তু তাঁর থেকেও তরুণদের অনায়াসে হারিয়ে দিচ্ছেন তিনি। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল রোহন বোপান্না-ম্যাথু এবডেন জুটি এবং ম্যাক্সিমো গঞ্জালেজ-অ্যান্দ্রেস মল্টেনি জুটি। আর্জেন্টাইন জুটিকে ৬-৪ এবং ৭-৬(৭-৫) ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত ও অস্ট্রেলিয়ান জুটি।

অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার সময় বোপান্নার র‍্যাঙ্কিং ছিল ৩। টুর্নামেন্টে দুরন্ত খেলার সুবাদে এক নম্বরে উঠে যাবেন বোপান্না। আগামী সপ্তাহে প্রকাশিত হবে বিশ্ব র‍্যাঙ্কিং-র তালিকা। সেই তালিকাতেই দেখা যাবে রোহন শীর্ষ স্থান দখল করেছেন। সবচেয়ে বেশি বয়সে তিনিই প্রথম পুরুষদের ডবলসে প্রথম স্থান দখল করলেন। নতুন তালিকাতেই দেখা যাবে বোপান্নার সঙ্গী ম্যাথু এবডেন থাকবেন বিশ্বের দু'নম্বর স্থানে।

এর আগে ৩৮ বছর বয়সে ডবলসে প্রথম স্থান অধিকার করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন টেনিস প্লেয়ার রাজীব রাম। ফলে স্বাভাবিক ভাবেই নয়া রেকর্ড গড়ে আনন্দিত হয়েছেন বোপান্নাও। তিনি বলেন, "সকলকে ধন্যবাদ জানাই আমাকে সমর্থন করার জন্য। বিশ্বে ১ নম্বর প্লেয়ার হওয়া সত্যিই গর্বের। আমার কোচ, পরিবার, আমার সতীর্থ সকলকের কৃতিত্ব রয়েছে এর মধ্যে"।

রোহন বোপান্না ও ম্যাথু এবডেনের পরবর্তী ম্যাচ রয়েছে ২৫ জানুয়ারি অর্থাৎ আগামীকাল। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে তাঁদের সামনে থাকবে অবাছাই ঝিজেন ঝাং এবং টমাস মাচাচ জুটি।

রোহন বোপান্না
Australian Open: অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে নোভাক জকোভিচ, সেমিতে কোকো গাফও
রোহন বোপান্না
ICC: আইসিসির বর্ষসেরা ক্রিকেট টিমের অধিনায়ক সূর্যকুমার! তালিকায় আরও ৩ ভারতীয়

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in