Australian Open: অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে নোভাক জকোভিচ, সেমিতে কোকো গাফও

People's Reporter: মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেলর ফ্রিৎজকে ৭-৬, ৪-৬, ৬-২ এবং ৬-৩ ব্যবধানে হারান জকোভিচ। ইউক্রেনের মার্তা কস্তিয়ুককে ৭-৮(৮-৬), ৬-৭(৩-৭) এবং ৬-২ ব্যবধানে হারান আমেরিকার কোকো গাফ।
Australian Open: অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে নোভাক জকোভিচ, সেমিতে কোকো গাফও
ছবি - অস্ট্রেলিয়ান ওপেনের এক্স হ্যান্ডেল
Published on

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের সিঙ্গেলসে শেষ চারে উঠলেন নোভাক জকোভিচ। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেলর ফ্রিৎজকে ৭-৬, ৪-৬, ৬-২ এবং ৬-৩ ব্যবধানে হারান জকোভিচ।

মঙ্গলবার পুরুষদের সিঙ্গেলসের প্রথম কোয়ার্টার ফাইনালে বাজিমাত করলেন জকোভিচ। মার্কিন প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম সেট ড্র করেন তিনি। খেলার ফল হয় ৭-৬। ড্র-র পর সেই সেট জকোভিচ জেতেন ৭-৩ ব্যবধানে। দ্বিতীয় সেটে দুরন্ত কামব্যাক করেন ট্রেলর ফ্রিৎজে। নোভাককে হারিয়ে দেন ৬-৪ ব্যবধানে। তৃতীয় এবং চতুর্থ সেটে পরিতপক্ষকে দাঁড়াতেই দেননি জকোভিচ। তিনি তৃতীয় সেট জেতেন ৬-২ ব্যবধানে এবং চতুর্থ সেট জিতে নেন ৬-৩ ব্যবধানে।

পুরুষদের সিঙ্গেলসের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হন জানিক সিনার এবং অ্যান্ড্রে রাবলেভ। জে সিনার ম্যাচ জিতে নেন ৬-৪, ৭-৬(৭-৫) এবং ৬-৩ ব্যবধানে।

অন্যদিকে মহিলাদের কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের মার্তা কস্তিয়ুককে ৭-৮(৮-৬), ৬-৭(৩-৭) এবং ৬-২ ব্যবধানে হারান আমেরিকার কোকো গাফ। অপর কোয়ার্টার ফাইনালে কেরচিকোভাকে ৬-২ এবং ৬-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন সাবালেনকা।

Australian Open: অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে নোভাক জকোভিচ, সেমিতে কোকো গাফও
ICC: আইসিসির বর্ষসেরা ক্রিকেট টিমের অধিনায়ক সূর্যকুমার! তালিকায় আরও ৩ ভারতীয়
Australian Open: অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে নোভাক জকোভিচ, সেমিতে কোকো গাফও
IND vs ENG Test: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে থাকবেন না বিরাট! কিন্তু কেন?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in