Australian Open: ৪৩ বছরেও চমক রোহন বোপান্নার! কোয়ার্টার ফাইনালে ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি

People's Reporter: ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি ম্যাচের প্রথম সেট জিতে নেয় ৭-৬ (১০-৮) ব্যবধানে। দ্বিতীয় সেটও ৭-৬ (৭-৪) ব্যবধানে জেতেন বোপান্নারা।
ফাইল চিত্র
ফাইল চিত্রছবি - ট্যইটার
Published on

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ডবলসের কোয়ার্টার ফাইনালে উঠলেন রোহন বোপান্না এবং অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন জুটি। সোমবার তাঁরা জিতলেন ৭-৬, ৭-৬ ব্যবধানে।

বয়সটা যে কেবল সংখ্যা মাত্র তা বার বার বুঝিয়ে দিচ্ছেন ভারতের রোহন বোপান্না। ৪৩ বছর বয়সে এসেও তিনি পাল্লা দিয়ে খেলে যাচ্ছেন। সোমবার রোহন এবং এবডেন জুটির বিপরীতে ছিলেন নেদারল্যান্ডসের ওয়েসলি কুলহফ ও ক্রোয়েশিয়ার নিকোলা মেকটিচ।

ম্যাচের শুরু থেকেই দুই দলই দারুন খেলতে থাকে। ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি ম্যাচের প্রথম সেট জিতে নেয় ৭-৬ (১০-৮) ব্যবধানে। দ্বিতীয় সেটে পর পর ৩ পয়েন্ট পায় ক্রোয়েশিয়ান এবং নেদারল্যান্ডস জুটি। পরে সেই সেটও ৭-৬ (৭-৪) ব্যবধানে জেতেন বোপান্নারা। কোয়ার্টার ফাইনালে ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি মুখোমুখি হবে আর্জেন্টিনার ম্যাক্সিমো গোঞ্জালেজ এবং অ্যান্ড্রেস মোলটেনি জুটির সাথে।

এছাড়া পুরুষদের ডবলসের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রিটেনের লয়েড গ্লাসপুল-নেদারল্যান্ডসের জে রজার এবং পোল্যান্ডের জান জিলিনস্কি-মোনাকোর হুগো নিস জুটি। ৩-৬, ৬-৪, এবং ৭-৬ (১০-৩) ব্যবধানে ম্যাচ জিতে নেয় পোল্যান্ড-মোনাকোর জুটিটি।

অন্য একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানির ডমিনিক কয়েপফার-ওয়ান্নিক হানফমান এবং আর্জেন্টিনার হোরাসিও জেবাল্লোস-স্পেনের মার্সেল গ্রানোলার্স জুটি। ম্যাচ জিতে নেয় জার্মানির জুটি। ম্যাচের ফলাফল ৭-৬(৭-৫), ৬-৭(৩-৭), এবং ৬-৪। আরেকটি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন এন স্কুপসি-এস গোঞ্জালেজ এবং এ পাভলাসেক-এ বেহার জুটি। পাভলাসেক ও বেহার জুটি ম্যাচ জেতে ৩-৬, ৭-৬(৭-১) ও ৬-৪ ব্যবধানে।

ফাইল চিত্র
Harbhajan Singh: 'আশীর্বাদ নিতে রাম মন্দির উদ্বোধনের দিন অবশ্যই যাবো' - হরভজন সিং
ফাইল চিত্র
Kalinga Super Cup: ডার্বি হারের জন্য রেফারিকেই দায়ী করছেন বাগান কোচ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in