Kalinga Super Cup: ডার্বি হারের জন্য রেফারিকেই দায়ী করছেন বাগান কোচ

People's Reporter: ক্লিফোর্ড ম্যাচের শেষে বলেন, "পেনাল্টি মিসই ম্যাচের টার্নিং পয়েন্ট।‌ পেনাল্টি ন্যায্য ছিল। রেফারি কেন ওটা বাতিল করল বুঝলাম না"।
ক্লিফোর্ড মিরান্ডা
ক্লিফোর্ড মিরান্ডাছবি - সংগৃহীত

ডার্বি হেরেছে মোহনবাগান। হতাশায় ডুবে গিয়েছেন সবুজ মেরুন সমর্থকরা। ৩-১ গোলে হার মেনে নিতে পারছেন না মোহনবাগান সমর্থকরা। অনেকে মনে করছেন দিমিত্রি পেত্রাতোসের পেনাল্টি মিস ম্যাচের টার্নিং পয়েন্ট। বাগান কোচ ক্লিফোর্ড মিরান্ডাও রেফারিকে দায়ী করছেন।

ক্লিফোর্ড ম্যাচের শেষে বলেন, "পেনাল্টি মিসই ম্যাচের টার্নিং পয়েন্ট।‌ পেনাল্টি ন্যায্য ছিল। রেফারি কেন ওটা বাতিল করল বুঝলাম না। ব্লাইন্ড সাইটে ওনার দেখার কোনও সম্ভাবনাই নেই। পেনাল্টি বাতিল না করা হলে হয়তো অন্যরকম হত।"

ক্লিফোর্ড আরও বলেন, "আমরা সুযোগ তৈরি করছি। কিন্তু গোল করতে পারছি না। খেলায় এরকম হতেই পারে। তবে আমাদের দলে কিছু একটা সমস্যা হচ্ছে। এটা আমাদের সমাধান করতে হবে। শুধুমাত্র স্কোরিং সমস্যা নয়, বাকি কিছু সমস্যা আছে যেগুলো দ্রুত মেটাতে হবে। আশা করছি নতুন কোচ (হাবাস) এই দিকগুলোতে নজর দেবেন।"

ম্যাচের পর ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত জানান, "অনেক দিন ধরে টানা পরিশ্রমের ফল পেলাম আমরা। মোহনবাগানে যথেষ্ট ভালো ভালো খেলোয়াড় আছে। ওরা আজ অনেক সুযোগ তৈরি করেছে। কিন্তু আমাদের সৌভাগ্য ও দলের ছেলেদের চেষ্টায় সফল হতে পারেনি। একটা অসাধারণ দলকে হারিয়ে শেষ চারে ওঠার তৃপ্তিই আলাদা"।

মাঠে উপস্থিত সমর্থকদের ধন্যবাদ জানিয়ে কোচ বলেন, "আমাদের সমর্থকেরা অসাধারণ। কলকাতা থেকে তো বটেই, দেশের আরও বিভিন্ন প্রান্ত থেকে ওরা আমাদের হয়ে গলা ফাটাতে এসেছিল বলে শুনেছি। সমর্থকদের প্রতি আমরা কৃতজ্ঞ"।

ক্লিফোর্ড মিরান্ডা
Khelo India: খেলো ইন্ডিয়ার বাংলা কোচের বিরুদ্ধে দুর্ব‍্যবহারের অভিযোগ! তদন্তে আইএফএ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in