

খেলো ইন্ডিয়ার বাংলা কোচের বিরুদ্ধে ফুটবলারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ পাওয়ার পরে নড়েচড়ে বসলেন আইএফএ সচিব অনির্বান দত্ত। অনির্বান দত্তর কাছে কোচ অমিত ঘোষের নামে নালিশ জানিয়ে লিখিত অভিযোগ পত্র জমা দেন ফুটবলার রীতম ভট্টাচার্যের বাবা প্রবীর ভট্টাচার্য।
অভিযোগ পাওয়ার দুই ঘন্টার মধ্যে বাংলা কোচ অমিতকে তলব করে দেখা করার নির্দেশ দেন সচিব অনির্বান। আইএফএ সচিব অনির্বানের তলব পেয়ে বাংলা দলের ম্যানেজার শুভজিত সাহাকে সঙ্গে করে আইএফএ অফিসে হাজির হন বিতর্কিত কোচ অমিত ঘোষ। আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন, "যে অভিযোগ পেয়েছি সেই বিষয়ে জানতে চেয়েছি। কোচ তাঁর বক্তব্য বলেছেন। এই মুহুর্তে আর বেশি কিছু বলতে চাই না"।
সচিব বেশি কথা না বললেও ফুটবলার রীতমের অভিযোগ নিয়ে কোচ অমিত ঘোষকে লিখিত চিঠি পাঠাতে চলেছে আইএফএ বলে জানা গেছে। তবে এই চিঠিতে কী লেখা থাকবে তা জানা যায়নি। কোনো কোচের বিরুদ্ধে কোনো ফুটবলার লিখিত অভিযোগ করছে তা সাম্প্রতিক কালে শোনা যায়নি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন