MS Dhoni: ধোনির বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা! চাই ক্ষতিপূরণও - দাবি প্রাক্তন ব্যবসায়ী সহযোগীদের

People's Reporter: দিল্লি হাইকোর্টে মামলাকারীরা জানান, ধোনির জন্য তাঁদের মানহানি হচ্ছে। ধোনি যেসমস্ত অভিযোগ করছেন তা ভিত্তিহীন। উনি প্রমাণ করে দেখান যে আমরা প্রতারণা করেছি।
মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনিছবি - ধোনির ফেসবুক ওয়াল
Published on

এবার ধোনির বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করলো ধোনির প্রাক্তন ব্যবসায়ী পার্টনাররা। তাদের অভিযোগ, ধোনি যে সমস্ত অভিযোগ করছেন তার প্রমাণ দিক আগে তারপর প্রকাশ্যে সংস্থার বিরুদ্ধে কথা বলুক।

কিছুদিন আগেই নিজের ব্যবসায়ী পার্টনারদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবার ধোনির বিরুদ্ধেই পাল্টা অভিযোগ দায়ের করলেন মিহির দিবাকর ও তাঁর স্ত্রী। দিল্লি হাইকোর্টে তাঁরা জানান, ধোনির জন্য তাঁদের মানহানি হচ্ছে। ধোনি যেসমস্ত অভিযোগ করছেন তা ভিত্তিহীন। উনি প্রমাণ করে দেখান যে আমরা প্রতারণা করেছি।

মামলাকারীরা আরও জানান, একাধিক সংবাদমাধ্যমে তাঁদের সংস্থার বিরুদ্ধে খবর করা হচ্ছে। যত দ্রুত সম্ভব এই সম্প্রচার বন্ধ করতে হবে। মানহানির জন্য ধোনিকে ক্ষতিপূরণও দিতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ জানুয়ারি। দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিং-র এজলাসে শুনানি হবে।

প্রসঙ্গত, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ধোনি অভিযোগ করেছিলেন ২০১৭ সালে মিহির দিবাকর এবং সৌম্য বিশ্বাস নামের দুই ব্যবসায়ীর সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। সংস্থার নাম ছিল 'অর্ক স্পোর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড'। চুক্তি অনুযায়ী বলা হয়েছিল ওই সংস্থাটি ভারত এবং ভারতের বাইরে একাধিক স্পোর্টস অ্যাকাডেমি খুলবে। যেগুলির নাম তাঁর (ধোনি) নামে রাখা হবে। কিন্তু চুক্তির কোনো শর্ত পালন করেনি সংস্থাটি।

মহেন্দ্র সিং ধোনির আইনজীবী দয়ানন্দ সিং জানিয়েছিলেন, ওই সংস্থা ধোনির সাথে প্রতারণা করেছে। ধোনির ছবি ব্যবহার করেছে তারা। কিন্তু চুক্তি হয়েছিল ফ্র্যাঞ্চাইজি ফি ও সংস্থার লাভের একটি অংশ দেওয়া হবে ধোনিকে। পরে দেখা যায় প্রাক্তন ভারত অধিনায়ককে কিছুই দেওয়া হয়নি। ফলে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি টাকারও বেশি।

মহেন্দ্র সিং ধোনি
Australian Open: বিশ্বের ২৭ নম্বর তারকাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ২য় রাউন্ডে ভারতের সুমিত নাগাল
মহেন্দ্র সিং ধোনি
Gujarat Titans: কলকাতাকে অনুসরণ গুজরাটের! এবার ফুটবল প্রতিভা তুলে আনতে উদ্যোগী টাইটান্স

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in