Gujarat Titans: কলকাতাকে অনুসরণ গুজরাটের! এবার ফুটবল প্রতিভা তুলে আনতে উদ্যোগী টাইটান্স

People's Reporter: ২০ জানুয়ারি থেকে প্রতি শনিবার 'জুনিয়র টাইটান্স'-এর ক্যাম্প আয়োজন করা হবে। ২০ জানুয়ারি শিবির হবে আহমেদাবাদে, ২৭ জানুয়ারি হবে ভাদোদরাতে
নতুন উদ্যোগ গুজরাটের
নতুন উদ্যোগ গুজরাটেরছবি - গুজরাট টাইটান্সের ফেসবুক পেজ

কলকাতার পর এবার গুজরাট টাইটান্স - ক্রিকেটের পাশাপাশি রাজ্যের ফুটবল প্রতিভা তুলে আনার জন্য উদ্যোগ নিল আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। মূলত অনূর্ধ্ব-১৪ পর্যন্ত বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে। স্প্যানিশ ফুটবল লিগ 'লা লিগা' কর্তৃপক্ষের সাথে চুক্তিও সম্পন্ন হয়েছে গুজরাটের।

রাজ্যের বিভিন্ন প্রান্তের ফুটবল প্রতিভা তুলে আনার জন্য বড়সড় পদক্ষেপ নিল গুজরাট টাইটান্স। 'জুনিয়র টাইটান্স' নামে নতুন একটি প্রকল্প চালু করছে তারা। গোটা রাজ্যের প্রতিটি জেলায় জেলায় একাধিক শিবির করবে গুজরাট টাইটান্স। সেই শিবিরে উপস্থিত থাকবেন লা লিগা ফুটবল স্কুলের টেকনিক্যাল ডিরেক্টর মিগুয়েল কাসাল।

২০ জানুয়ারি থেকে প্রতি শনিবার 'জুনিয়র টাইটান্সে'র ক্যাম্প আয়োজন করা হবে। ২০ জানুয়ারি শিবির হবে আহমেদাবাদে, ২৭ জানুয়ারি হবে ভাদোদরাতে, ৩ ফেব্রুয়ারি হবে সুরাটে, ১০ ফেব্রুয়ারি হবে রাজকোটে, ১৭ ফেব্রুয়ারি হবে ভূজে এবং ফের ২৪ ফেব্রুয়ারি হবে আহমেদাবাদে। পরবর্তী দিনগুলি গুজরাট টাইটান্সের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

গুজরাট টাইটান্সের সিওও আরবিন্দর সিং এই প্রসঙ্গে বলেন, "জুনিয়র টাইটান্স হলো এমন একিটা প্রকল্প যা ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে থাকা ক্রীড়া প্রতিভাকে তুলে আনবে। লা লিগার সাথে চুক্তি করে আমরা যৌথভাবে কাজ করবো। যা গুজরাটের শিশুদের ব্যক্তিগত বিকাশেও সাহায্য করবে। আপাতত আমরা ৫টি শহরে এই শিবির চালু করছি। প্রতি বছর আমরা আমাদের পরিধিকে আরও বৃদ্ধি করবো"।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে ফুটবল প্রতিভা তুলে আনার জন্য উদ্যোগ নিয়েছে কেকেআর। তবে সেটা শুধু মহিলা ফুটবলের উন্নতির জন্য। কে.কে.আর এবং মীর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রাজনগর ব্লকের ১০-২০ বছর বয়সী ৫০ জন মেয়েকে বাছাই করে ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। কলকাতা ভিত্তিক একটি বেসরকারি সংস্থা 'সৃজা'র সাথে কেকেআর এবং মীর ফাউন্ডেশন হাত মিলিয়ে কাজ করছে।

নতুন উদ্যোগ গুজরাটের
KKR: লক্ষ্য গ্রামীণ প্রতিভা আবিষ্কার, ক্রিকেটের পর ফুটবলেও নজর নাইটদের
নতুন উদ্যোগ গুজরাটের
Sachin Tendulkar: ভাইরাল শচীনের ডিপফেক ভিডিও! দ্রুত পদক্ষেপের আর্জি তারকা ক্রিকেটারের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in