

এবার ডিপফেক ভিডিও-র শিকার হলেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকর। সেই ভিডিওর বিরুদ্ধে এবং সংশ্লিষ্ট গেমিং অ্যাপের বিরুদ্ধে সরব হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
রশ্মিকা মন্ধানা, আলিয়া ভাট, কাজল, প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে শচীন তেন্ডুলকরের একটি 'ভুয়ো' ভিডিও। যেখানে তিনি 'স্কাইওয়ার্ড অ্যাভিয়েটর কোয়েস্ট' (Skyward Aviator Quest) নামে একটি গেমিং অ্যাপের প্রচার করছেন। প্রচার ভিডিওতে শচীনের ছবি ব্যবহার করে ভুয়ো প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ। ভিডিওতে শোনা যাচ্ছে শচীনের আওয়াজেই 'ভুয়ো' শচীন বলছেন, তাঁর মেয়েও ওই গেমটি খেলে। গেমে খেলে প্রতিদিন নাকি লক্ষ লক্ষ টাকা উপার্জন করে। যেকোনও আই ফোন মালিক এই গেমটি ডাউনলোড করে খেলতে পারেন।
ভিডিওটি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন শচীন তেন্ডুলকর। তিনি বলেন, "এটা সম্পূর্ণ ভুয়ো ভিডিও। প্রযুক্তির ব্যাপক অপব্যবহার দেখে সত্যি বিরক্ত লাগছে। সকলের কাছে অনুরোধ করছি যে এই ধরণের ভিডিও, বিজ্ঞাপন এবং অ্যাপে প্রচুর পরিমাণে রিপোর্ট করুন"।
তিনি আরও বলেন, "সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে আরও সতর্ক হতে হবে এবং অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় ডিপফেক ভিডিওগুলির রমরমা যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে"।
প্রসঙ্গত, বর্তমানে এআই ব্যবহার করে একজনের শরীরে অন্যজনের মুখ বা একজনের মুখের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে অন্যজনের শরীর। এভাবেই তৈরি হচ্ছে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের ‘ডিপফেক’ ভিডিও। বেশিরভাগ ক্ষেত্রেই সেইসব ভিডিও অশালীন ও কুরুচিকর হয়ে উঠছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছিল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন