Kalinga Super Cup: ডার্বিই করবে ফয়সালা, ড্র হলে দুই প্রধানের কে যাবে সেমিতে?

People's Reporter: ডার্বির দ্বৈরথ যদি অমীমাংসিত ভাবে শেষ হয়, তা হলে বেশি গোল করার সুবাদে ইস্টবেঙ্গলই শেষ চারে পৌঁছবে।
কলকাতা ডার্বি
কলকাতা ডার্বিছবি - প্রতীকী

কলিঙ্গ সুপার কাপে জয়ের ধারা বজায় রাখল কলকাতার দুই প্রধান মোহনবাগানইস্টবেঙ্গল। রবিবার ভুবনেশ্বরে মোহনবাগান ২-১-এ হারায় হায়দরাবাদ এফসি-কে। পরের ম্যাচে ইস্টবেঙ্গল একই ব্যবধানে হারায় আই লিগের ক্লাব শ্রীনিধি ডেকান-কে।

পরপর দু’টি করে জয়ের ফলে দুই প্রধানেরই পয়েন্ট দাঁড়াল ছয়। অর্থাৎ গ্রুপ 'এ' থেকে কোন দল এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠবে, তা এখন পুরোপুরি নির্ভর করবে আগামী শুক্রবারের কলকাতা ডার্বির ওপর। আপাতত দুই দলেরই পয়েন্ট ও গোল পার্থক্য সমান। ফলে ডার্বিতে যারা জিতবে, তারাই শেষ চারে পৌঁছবে। কিন্তু ডার্বির দ্বৈরথ যদি অমীমাংসিত ভাবে শেষ হয়, তা হলে বেশি গোল করার সুবাদে ইস্টবেঙ্গলই শেষ চারে পৌঁছবে।

রবিবার ইস্টবেঙ্গল যতটা সহজে আধিপত্য বিস্তার করে শ্রীনিধি ডেকানকে হারায়, মোহনবাগানের জয় কিন্তু ততটা সহজে আসেনি। ইস্টবেঙ্গল ৩১ মিনিটের মধ্যেই দু’টি গোল করে জয়ের দিকে অনেকটা এগিয়ে যায়। ১২ মিনিটে হিজাজি মাহের ও ৩১ মিনিটে হাভিয়ে সিভেরিও গোল করেন। ম্যাচের একেবারে শেষ দিকে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন উইলিয়াম আলভেস অলিভিয়েরা।

মোহনবাগানের জয়টা বেশ অপ্রত্যাশিত ঘটনা। ৮৮ মিনিট পর্যন্ত তারা এক গোলে পিছিয়ে ছিল। কিন্তু ম্যাচের একেবারে শেষদিকে হায়দরাবাদের নিজ গোল ও পেনাল্টি থেকে করা দিমিত্রি পেট্রাটসের গোলে টানা দ্বিতীয় জয়ের মুখ দেখে সবুজ-মেরুন বাহিনী। ফলে কলকাতা ডার্বির গুরুত্ব এক লাফে কয়েকগুণ বেড়ে গেল।

কলকাতা ডার্বি
Mohun Bagan Super Giant: ভিসা সমস্যা মিটলো হাবাসের, ডার্বিতে ডাগআউটে দেখা যাবে কি বাগান কোচকে?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in