Robi Hansda: মহামেডানে সই করলেন রবি হাঁসদা

People's Reporter: শুধু ফাইনালে গোল করে কেরালাকে হারানো নয়, গোটা টুর্নামেন্টে মোট ১২ গোল করে মহম্মদ হাবিবের মত তারকার এক টুর্নামেন্টে সর্বাধিক গোলের রেকর্ড ভেঙে দেন রবি।
Robi Hansda: মহামেডানে সই করলেন রবি হাঁসদা
ছবি - মহামেডানের ফেসবুক পেজ
Published on

মহামেডানে সই করলেন বাংলার সন্তোষ ট্রফি জয়ের নায়ক রবি হাঁসদা। পছন্দের ক্লাব মোহনবাগান হলেও অবশেষে সাদা-কালো ব্রিগেডকে বেছে নিলেন রবি। আইএসএল-ও দেখা যেতে পারে তাঁকে।

৮ বছর পরে সন্তোষ ট্রফি জিতেছে বাংলা দল। সব জায়গায় চলছে বাংলা দলকে সংবর্ধনা দেওয়ার পালা। কলকাতার ৩ প্রধানও সন্তোষ ট্রফি জয়ী ফুটবলারদের দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে। এই আবহে মহামেডানে সই করলেন রবি হাঁসদা।

আপাতত কলকাতা লিগের দলের জন্য নেওয়া হয়েছে রবিকে। তবে আইএসএলে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেও তাঁকে দলে নেওয়া হবে বলেই শোনা যাচ্ছে। শুধু ফাইনালে গোল করে কেরালাকে হারানো নয়, গোটা টুর্নামেন্টে মোট ১২ গোল করে মহম্মদ হাবিবের মত তারকার এক টুর্নামেন্টে সর্বাধিক গোলের রেকর্ড ভেঙে দেন রবি।

রবির কিরণে বাংলা চ্যাম্পিয়ন হলেও তাঁর যাত্রাটা সহজ ছিল না। সন্তোষের বাছাই পর্বে হাঁটুতে গুরুতর চোট পান। এরপর আর মাঠে নামতে পারেননি । এরই মধ্যে রবির বাবার মৃত্যু হয়। মা, স্ত্রী ও মেয়েকে নিয়ে অভাবের সংসার ২৫ বছরের আদিবাসী ফুটবলারের। মা ঠোঙা বিক্রি করতেন। সেখান থেকে সন্তোষ চ্যাম্পিয়ন হয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।

Robi Hansda: মহামেডানে সই করলেন রবি হাঁসদা
ISL 2024-25: রেফারি মোহনবাগানের হাতের পুতুল! ডার্বির আগে ইস্টবেঙ্গলের টিপ্পনি
Robi Hansda: মহামেডানে সই করলেন রবি হাঁসদা
ইংল্যান্ড সিরিজে অনিশ্চিত বুমরাহ! চ্যাম্পিয়ন্স ট্রফ্রির আগে তারকা পেসারকে চাপমুক্ত রাখতে চায় বোর্ড

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in