

মহামেডানে সই করলেন বাংলার সন্তোষ ট্রফি জয়ের নায়ক রবি হাঁসদা। পছন্দের ক্লাব মোহনবাগান হলেও অবশেষে সাদা-কালো ব্রিগেডকে বেছে নিলেন রবি। আইএসএল-ও দেখা যেতে পারে তাঁকে।
৮ বছর পরে সন্তোষ ট্রফি জিতেছে বাংলা দল। সব জায়গায় চলছে বাংলা দলকে সংবর্ধনা দেওয়ার পালা। কলকাতার ৩ প্রধানও সন্তোষ ট্রফি জয়ী ফুটবলারদের দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে। এই আবহে মহামেডানে সই করলেন রবি হাঁসদা।
আপাতত কলকাতা লিগের দলের জন্য নেওয়া হয়েছে রবিকে। তবে আইএসএলে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেও তাঁকে দলে নেওয়া হবে বলেই শোনা যাচ্ছে। শুধু ফাইনালে গোল করে কেরালাকে হারানো নয়, গোটা টুর্নামেন্টে মোট ১২ গোল করে মহম্মদ হাবিবের মত তারকার এক টুর্নামেন্টে সর্বাধিক গোলের রেকর্ড ভেঙে দেন রবি।
রবির কিরণে বাংলা চ্যাম্পিয়ন হলেও তাঁর যাত্রাটা সহজ ছিল না। সন্তোষের বাছাই পর্বে হাঁটুতে গুরুতর চোট পান। এরপর আর মাঠে নামতে পারেননি । এরই মধ্যে রবির বাবার মৃত্যু হয়। মা, স্ত্রী ও মেয়েকে নিয়ে অভাবের সংসার ২৫ বছরের আদিবাসী ফুটবলারের। মা ঠোঙা বিক্রি করতেন। সেখান থেকে সন্তোষ চ্যাম্পিয়ন হয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন