T-20 World Cup 22: ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন ঋষভ পান্ত, দীনেশ কার্তিক দুজনেই! ইঙ্গিত রোহিত শর্মার

রোহিত শর্মার কথায়, ইংল্যান্ডের বিরুদ্ধে দলে বাঁ-হাতি ব্যাটার থাকলে খুব ভালো হবে। কারণ মাঝের ৮টা ওভার স্পিনাররা বল করবে।
রোহিত শর্মা ও ঋষভ পান্ত
রোহিত শর্মা ও ঋষভ পান্তগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

ইংল্যান্ডের বিরুদ্ধে দীনেশ কার্তিক ও ঋষভ পান্ত দুই উইকেট কিপারকেই দেখা যেতে পারে মাঠে। এমনটাই ইঙ্গিত দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। কারা প্রথম একাদশে জায়গা করে নিলেন তা এখনও স্পষ্ট নয়। তবে রোহিত শর্মার কথায়, ইংল্যান্ডের বিরুদ্ধে দলে বাঁ-হাতি ব্যাটার থাকলে খুব ভালো হবে। কারণ মাঝের ৮টা ওভার স্পিনাররা বল করবে। অনেকে সমালোচনা করছেন জিম্বাবোয়ের বিরুদ্ধে রান না পাওয়া নিয়ে। তবে এটাও ঠিক ঋষভ পান্ত খেলার বেশি সুযোগ পায়নি।

এছাড়াও তিনি বলেন, দীনেশ কার্তিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারের সেমিফাইনালে থাকাটাও জরুরি। আমাদের সবাই মুখিয়ে আছে সেমিফাইনাল খেলতে। পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা ম্যাচ জেতার লক্ষ্যেই নামবো।

পাশাপাশি দলের নতুন তারকা ব্যাটার সূর্যকুমার যাদব সম্পর্কেও প্রশংসায় পঞ্চমুখ রোহিত শর্মা। তিনি বলেন, সূর্যকুমার এখন দলের মূল্যবান সম্পদ। যেখানে ১০ রানে ২ উইকেট পড়ে যাচ্ছে সেখানে সূর্যকুমার নিজের দক্ষতায় ১০ থেকে ১০০ রানে নিয়ে যাচ্ছে। ওর (সূর্যকুমার যাদব) নিজের মধ্যে যে আত্মবিশ্বাস এসেছে তাতে প্রতিপক্ষ সবসময়ই চিন্তায় রয়েছে। সূর্যর খেলার ধরণই আলাদা।

উল্লেখ্য, সেমি ফাইনালের দিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। স্থানীয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার অ্যাডিলেডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৩০-৪০% বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির ফলে খেলা নাও হতে পারে। ফলে বৃহস্পতিবারের পরিবর্তে ভারত ইংল্যান্ড ম্যাচ শুক্রবার হতে পারে।

রোহিত শর্মা ও ঋষভ পান্ত
২০২৩ সালে মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশীপের আসর বসছে ভারতে

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
People's Reporter
www.peoplesreporter.in