রিঙ্কু সিং
রিঙ্কু সিংছবি - সংগৃহীত

মোহনবাগানের হয়ে পি সেন ট্রফি খেলবে না রিঙ্কু সিং, কারণ কি জানেন?

অতীতে পি সেন ট্রফিতে সচিন তেন্ডুলকার, কপিল দেবের মতো ক্রিকেটার খেলে গেছেন। দশ দলের এই টুর্নামেন্ট হবে টি-২০ ফরম্যাটে। ১৮জুন রবিবার থেকে শুরু টুর্নামেন্ট।

পি সেন ট্রফির জন্য মোহনবাগান প্রস্তাব দিলো আইপিএলে তাক লাগানো রিঙ্কু সিংকে। কিন্তু রিঙ্কু সরাসরি সেই প্রস্তাব নাকচ করেছেন।

২০২৩ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের ব্যর্থতায় একমাত্র উজ্জ্বল ছিল রিঙ্কু সিং। কিন্তু মোহনবাগানকে জানিয়ে দিলেন তিনি খেলবেন না। তাঁর মোহনবাগানকে না করার কারণও জানা যাচ্ছে। সূত্রের খবর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী মাসে টি টোয়েন্টি সিরিজেই ভারতীয় দলের হয়ে অভিষেক হতে চলেছে রিঙ্কুর।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রিঙ্কু সিং। আইপিএলের প্লেঅফে কলকাতা নাইট রাইডার্স পৌঁছতে না পারলেও, নিজের পারফরম্যান্স দিয়ে সকলের নজর কেড়েছিলেন রিঙ্কু সিং। কলকাত নাইট রাইডার্সের বেশ কয়েকটি ম্যাচ জয়ের কারিগড় ছিলেন রিঙ্কু সিং।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এক ওভারে রিঙ্কু সিংয়ের পরপর পাঁচ বলে পাঁচটি ছয় হাঁকানোর সেই ছবি এখনও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। আইপিএলে রিঙ্কু সিং করেছিলেন ৪৭৪ রান।

অতীতে পি সেন ট্রফিতে সচিন তেন্ডুলকার, কপিল দেবের মতো ক্রিকেটার খেলে গেছেন। দশ দলের এই টুর্নামেন্ট হবে টি-২০ ফরম্যাটে। ১৮জুন রবিবার থেকে শুরু টুর্নামেন্ট। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, 'পি সেন খুবই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। দেশের সেরা ক্রিকেটাররা এক সময় এই প্রতিযোগিতায় খেলে গিয়েছেন। তাই এই প্রতিযোগিতাটি শুরু করার প্রয়োজন ছিল। ইডেনেও ম্যাচ হবে। আশা করছি ভালো দর্শক মাঠে আসবে।'

রিঙ্কু সিং
টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বৃহত্তম জয়ের নজির বাংলাদেশের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

logo
People's Reporter
www.peoplesreporter.in