
শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে অনবদ্য নজির গড়লো বাংলাদেশ। আফগানিস্তানকে ৫৪৬ রানের ব্যবধানে হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয় তো অর্জন করেছেই, সেইসঙ্গে টেস্ট ক্রিকেটের ইতিহাসে রানের ব্যবধানে তৃতীয় বৃহত্তম জয় তুলে নিয়েছে টিম বাংলাদেশ। বাংলাদেশের এই জয় একবিংশ শতাব্দীতে টেস্টের ইতিহাসে সবচেয়ে বৃহত্তম। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে এই শতাব্দীতে টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়লো বাংলাদেশ।
মজার ব্যপার হল, আফগানিস্তানের বিপক্ষে এই বড় জয়ের আগে বাংলাদেশ কোনো টেস্ট ম্যাচ আড়াইশো রানের ব্যবধানে জেতেনি। তাদের সবচেয়ে বড় জয়টি এসেছিল ২০০৫ সালে জিম্বাবোয়ের বিপক্ষে। চট্টগ্রামে ২২৬ রানের ব্যবধানে জিতেছিল টাইগার্সরা। তারপর ২০২১ সালে হারারেতে ২২০ রানের ব্যবধানে জেতে বাংলাদেশ। প্রতিপক্ষ সেই জিম্বাবোয়ে। এবার মীরপুরে নতুন ইতিহাস লিখলো বাংলাদেশ।
রানের ব্যবধানে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় জয় ইংল্যান্ডের নামে লেখা। ১৯২৮ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৭৫ রানে জয় পেয়েছিল ব্রিটিশরা। দ্বিতীয় সর্বোচ্চ জয় আবার অস্ট্রেলিয়ার দখলে। ইংল্যান্ডের বিপক্ষে ওভালে ১৯৩৪ সালে ৫৬২ রানে জয় পায় অজিরা। এই তালিকায় এবার তৃতীয় স্থানে বাংলাদেশ। মীরপুরে আফগানিস্তানকে ৫৪৬ রানে হারিয়েছে লিটন দাস, নাজমুল হাসান শান্তোরা।
১৯৩৪ সালের পর থেকে এত বড় ব্যবধানে কোনো দলই টেস্ট ম্যাচ জেতেনি। একবিংশ শতাব্দীতে এটাই সবচেয়ে বড় জয়ের রেকর্ড। ২০০৩ সালে পার্থে পাকিস্তানকে ৪৯১ রানের ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ২০১৮ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়াকে ৪৯২ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে এই শতাব্দীতে সবচেয়ে বড় টেস্ট জয়ের নজির গড়ে ফেলেছে বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৮২ রান তোলে বাংলাদেশ। সেঞ্চুরি করেন নাজমুল হাসান শান্তো। জবাবে আফগানিস্তান প্রথম ইনিংসে তোলে মাত্র ১৪৬ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ৪২৫ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লিয়ার করে। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি আসে শান্তোর ব্যাটে। সেইসঙ্গে সেঞ্চুরি করেন মমিনুল হকও। আর জবাবে দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৫ রানেই অল আউট হয়ে যায় আফগান দল।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন