Champions Trophy 25: 'হাস্যকর' - ফাইনালের আগে ভারতের 'বাড়তি সুবিধা' নিয়ে সমালোচকদের কটাক্ষ অশ্বিনের

People's Reporter: তিনি বলেন, "যখন সাংবাদিক সম্মেলনে আমাদের কোচ ও অধিনায়ককে ‘বাড়তি সুবিধা’ নিয়ে প্রশ্ন করা হয়, তখন হাসি পায়"।
রবিচন্দ্রন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিনছবি - সংগৃহীত
Published on

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে ভারতের 'বাড়তি সুবিধা' পাওয়ার অভিযোগে সমালোচকদের যোগ্য জবাব দিলেন ভারতের প্রাক্তন তারকা রবিচন্দ্রন অশ্বিন। পাশাপাশি তিনি অন্য দলের 'বাড়তি সুবিধা' পাওয়ার প্রসঙ্গও তুলে ধরেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির সবকটি ম্যাচই দুবাইতে খেলছে ভারত। যা নিয়ে বিভিন্ন দলগুলি রোহিতদের বিরুদ্ধে বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ তুলেছে। নিজের ইউটিউব চ্যানেলে সমালোচকদের পাল্টা আক্রমণ করলেন অশ্বিন। তিনি বলেন, "যখন সাংবাদিক সম্মেলনে আমাদের কোচ ও অধিনায়ককে ‘বাড়তি সুবিধা’ নিয়ে প্রশ্ন করা হয়, তখন হাসি পায়। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকা এক জায়গায় সব ম্যাচ খেলেছিল, তবুও তারা ফাইনালে উঠতে পারেনি। তাই এইধরণের যুক্তি ধোপে টেকে না।"

পাশাপাশি অশ্বিন বলেন, "ভারত শেষবার দুবাইয়ে খেলেছিল কোভিডের সময়। তারপর নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সবাই এখানে ম্যাচ খেলেছে। তাহলে হঠাৎ করে এই বিতর্ক কেন? কিছু কিছু দল ভারতের কাছে লজ্জাজনকভাবে হেরেও বাড়তি সুবিধার অভিযোগ করছে। বরং ভারত ভালো খেলছে সেই কথা বলা উচিত"।

এর আগে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর সাংবাদিকদের বলেছিলেন, আপনারা বলছেন দুবাই আমাদের কাছে পরিচিত। আরে দুবাই আমাদের কাছে যতটা নিরপেক্ষ ভেন্যু, অন্যদের কাছেও তাই। ভারত শেষ কবে দুবাইতে খেলেছে সেটা আমার মনে পড়ছে না। আর আমরা এখানে কী সুবিধা পাচ্ছি? যদি স্পিনারের কথা বলেন তাহলে খেলা যেখানেই হতো আমরা স্পিনার নিতামই। কারণ খেলা উপমহাদেশেই হচ্ছে। তাছাড়া আমরা আইসিসির অ্যাকাডেমিতেই অনুশীলন করছি। তাই যাঁরা বলছেন ভারত বাড়তি সুবিধা পাচ্ছে তাঁরা ভুল কথা বলছেন।

রবিচন্দ্রন অশ্বিন
ISL 2024-25: সমর্থকদের সামনে ম্যাচ জিতে শিল্ড নিতে চাই - গোয়া ম্যাচের আগে দাবি মোহনবাগান কোচের
রবিচন্দ্রন অশ্বিন
'২৫-৩০ রানেই কি সন্তুষ্ট? আরও লম্বা ইনিংস খেলতে হবে' - ফাইনালের আগে রোহিতকে বার্তা গাভাসকরের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in