ISL 2024-25: সমর্থকদের সামনে ম্যাচ জিতে শিল্ড নিতে চাই - গোয়া ম্যাচের আগে দাবি মোহনবাগান কোচের

People's Reporter: গোয়ার বিরুদ্ধে লিগের প্রথম ম্যাচে হারতে হয় মোহনবাগানকে। ফলে সবুজ-মেরুনের কাছে বদলারও ম্যাচ এটি।
মোহনবাগান
মোহনবাগানছবি - সংগৃহীত
Published on

লিগ শিল্ড জেতা হয়ে গিয়েছে। শনিবারের এফসি গোয়া ম্যাচ মোহনবাগানের কাছে নিয়মরক্ষার। ম্যাচের পরে লিগ শিল্ড তুলে দেওয়া হবে মোহনবাগানকে। ৬২ হাজার টিকিটের সব শেষ। সবাই মোহনবাগানের হাতে ট্রফি দেখতে মরিয়া। তবে গোয়াকে হারিয়েই শিল্ড নিতে চান বাগান কোচ মোলিনা।

গোয়ার বিরুদ্ধে লিগের প্রথম ম্যাচে হারতে হয় মোহনবাগানকে। ফলে সবুজ-মেরুনের কাছে বদলারও ম্যাচ এটি। বাগান কোচ হোসে মোলিনা বললেন, 'শিল্ড জিতেছি মানেই সব শেষ নয়। আমরা আরও উন্নতি করতে চাই। গোয়া ম্যাচ জিতে ৫৬ পয়েন্টে প্রথম স্থানে থেকে শেষ করতে চাই আমরা। সমর্থকদের সামনে ঘরের মাঠে মোহনবাগান খেলবে। সেখানে আমরা যদি ম্যাচটা জিতে শিল্ড তুলে নিই সেটা আরও বেশি আনন্দের। সমর্থকদের সামনে ম্যাচ জিতে শিল্ড নিয়ে সেলিব্রেশন করতে চাই।'

তিনি আরও বলেন, 'গোয়া ভালো দল। প্রথম লেগে ওদের কাছে আমরা হেরেছি। আমাদের যথেষ্ট চাপে ফেলেছে গোয়া। ওদের মরসুমও ভাল গিয়েছে। লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। এখানেও ওরা জিততে চাইবে। আমাদের লক্ষ্য থাকবে তিন পয়েন্ট পাওয়া।'

মেরিনার্সরা চ্যাম্পিয়ন্স টিফো নিয়ে মাঠে আসবেন। প্রিয় দলের শিল্ড জয়ের মুহূর্তের সাক্ষী হতে চাইছেন সমর্থকরা

মোহনবাগান
FIFA: ফুটবল বিশ্বকাপের ১০০ বছর! ২০৩০-এ অংশ নিতে পারে ৬৪ দেশ
মোহনবাগান
'২৫-৩০ রানেই কি সন্তুষ্ট? আরও লম্বা ইনিংস খেলতে হবে' - ফাইনালের আগে রোহিতকে বার্তা গাভাসকরের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in