'২৫-৩০ রানেই কি সন্তুষ্ট? আরও লম্বা ইনিংস খেলতে হবে' - ফাইনালের আগে রোহিতকে বার্তা গাভাসকরের

People's Reporter: চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত বড় রান করতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা। অনেকেই তাকিয়ে রয়েছেন তাঁর ব্যাট থেকে বড় ইনিংস দেখার জন্য।
রোহিত শর্মা
রোহিত শর্মাছবি - রোহিত শর্মার ট্যুইটার হ্যান্ডেল
Published on

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার ইনিংস নিয়ে অসন্তুষ্ট প্রাক্তন ভারতীয় তারকা সুনীল গাভাসকর। তাঁর মতে রোহিতের উচিত আরও দীর্ঘ ইনিংস খেলার। যা ভারতীয় দলের জন্য ইতিবাচক হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত বড় রান করতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা। অনেকেই তাকিয়ে রয়েছেন তাঁর ব্যাট থেকে বড় ইনিংস দেখার জন্য। আগামী ৯ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে ভারত। তার আগে রোহিতকে বড় ইনিংস খেলার পরামর্শ দিলেন গাভাসকর। কোচ গৌতম গম্ভীর রোহিতের আক্রমণাত্মক ব্যাটিংকে সমর্থন করেছিলেন। তবে গাভাসকর দীর্ঘ ইনিংসের বার্তা দিয়েছেন।

গাভাসকরের মতে, রোহিতের মতো একজন প্রতিভাবান ব্যাটসম্যান যদি ২৫-৩০ ওভার ক্রিজে থাকেন, তাহলে তিনি প্রতিপক্ষের কাছ থেকে খেলা কেড়ে নিতে পারবেন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর বলেন, "এই পদ্ধতিটি তিনি গত দুই বছর ধরে অনুসরণ করছেন। এটি ভারতের বিশ্বকাপের সময় শুরু হয়েছিল। তিনি কিছু সাফল্য পেয়েছেন, তবে তাঁর প্রতিভার পূর্ণ সম্ভাবনা এখনো বাস্তবায়িত হয়নি। তিনি এমন একজন ব্যাটসম্যান যাঁর শটের বৈচিত্র্য অনেকের কাছেই নেই।"

গাভাসকর আরও বলেন, "রোহিত যদি ২৫ ওভার ব্যাট করতে পারেন তাহলে ভারতের স্কোর ১৮০-২০০ রানের কাছাকাছি পৌঁছে যাবে। আর কম উইকেট হারিয়ে থাকলে দল ৩৫০ বা তার বেশি রান তুলতে পারবে। আক্রমণাত্মক ব্যাটিং গুরুত্বপূর্ণ, তবে মাঝে মাঝে ধৈর্য ধরাও দরকার"।

পাশাপাশি লিটল মাস্টার বলেন, "২৫-৩০ রান করেই সন্তুষ্ট হওয়া উচিত? নিশ্চয়ই না! যদি আপনি সাত-আট ওভারের পরিবর্তে ২৫ ওভার ব্যাট করেন, তাহলে দলের জন্য তা আরও ভালো হবে"।

রোহিত শর্মা
IPL 2025: পুলিশি নিরাপত্তার অভাব! রামনবমীর জন্য ইডেনে অনিশ্চিত KKR বনাম লখনউ ম্যাচ!
রোহিত শর্মা
Sunil Chhetri: নতুন ফুটবলার উঠে আসছে কোথায়? সুনীলের জাতীয় দলে ফেরা নিয়ে মন্তব্য শ্বশুর সুব্রতর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in