

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার ইনিংস নিয়ে অসন্তুষ্ট প্রাক্তন ভারতীয় তারকা সুনীল গাভাসকর। তাঁর মতে রোহিতের উচিত আরও দীর্ঘ ইনিংস খেলার। যা ভারতীয় দলের জন্য ইতিবাচক হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত বড় রান করতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা। অনেকেই তাকিয়ে রয়েছেন তাঁর ব্যাট থেকে বড় ইনিংস দেখার জন্য। আগামী ৯ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে ভারত। তার আগে রোহিতকে বড় ইনিংস খেলার পরামর্শ দিলেন গাভাসকর। কোচ গৌতম গম্ভীর রোহিতের আক্রমণাত্মক ব্যাটিংকে সমর্থন করেছিলেন। তবে গাভাসকর দীর্ঘ ইনিংসের বার্তা দিয়েছেন।
গাভাসকরের মতে, রোহিতের মতো একজন প্রতিভাবান ব্যাটসম্যান যদি ২৫-৩০ ওভার ক্রিজে থাকেন, তাহলে তিনি প্রতিপক্ষের কাছ থেকে খেলা কেড়ে নিতে পারবেন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর বলেন, "এই পদ্ধতিটি তিনি গত দুই বছর ধরে অনুসরণ করছেন। এটি ভারতের বিশ্বকাপের সময় শুরু হয়েছিল। তিনি কিছু সাফল্য পেয়েছেন, তবে তাঁর প্রতিভার পূর্ণ সম্ভাবনা এখনো বাস্তবায়িত হয়নি। তিনি এমন একজন ব্যাটসম্যান যাঁর শটের বৈচিত্র্য অনেকের কাছেই নেই।"
গাভাসকর আরও বলেন, "রোহিত যদি ২৫ ওভার ব্যাট করতে পারেন তাহলে ভারতের স্কোর ১৮০-২০০ রানের কাছাকাছি পৌঁছে যাবে। আর কম উইকেট হারিয়ে থাকলে দল ৩৫০ বা তার বেশি রান তুলতে পারবে। আক্রমণাত্মক ব্যাটিং গুরুত্বপূর্ণ, তবে মাঝে মাঝে ধৈর্য ধরাও দরকার"।
পাশাপাশি লিটল মাস্টার বলেন, "২৫-৩০ রান করেই সন্তুষ্ট হওয়া উচিত? নিশ্চয়ই না! যদি আপনি সাত-আট ওভারের পরিবর্তে ২৫ ওভার ব্যাট করেন, তাহলে দলের জন্য তা আরও ভালো হবে"।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন