
লিওনেল মেসি ও লুই সুয়ারেজের উপস্থিতি সত্ত্বেও ইন্টার মিয়ামি রবিবার মেজর লীগ সকারে শিকাগো ফায়ারের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল। সোলজার ফিল্ডে ৬২,৩৫৮ দর্শকের রেকর্ড ভিড়কে হতাশ করল। মেসির পা থেকে গোল না দেখতে পাওয়ায় রীতিমতো হতাশ দর্শকরা।
শিকাগো ফায়ারের ইতিহাসে এতো বিপুল দর্শক কোনওদিন হয়নি। মেসিকে দেখতেই যে এই রেকর্ড সংখ্যক ভিড় হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচের শুরুতেই মেসি বক্সের বাইরে থেকে একটি জোরালো শট নেন, কিন্তু শিকাগোর গোলকিপার ক্রিস ব্র্যাডির দুর্দান্ত সেভে গোল করতে ব্যর্থ হন। অন্যদিকে, শিকাগোর মাউরিসিও পিনেদা এবং ফিলিপ জিঙ্কার্নাগেল প্রথমার্ধে একাধিকবার মিয়ামির গোলমুখে চাপ তৈরি করেন।
বিরতির ঠিক আগে লুই সুয়ারেজের দারুণ সুযোগ নষ্ট হওয়ায় হতাশ হতে হয় মিয়ামিকে। দ্বিতীয়ার্ধে ম্যাচে প্রাণ ফেরাতে বাম্বা ও হেইল-সেলাসি একাধিক চেষ্টা করলেও উস্তারির দৃঢ় ডিফেন্স কার্যত প্রাচীর হয়ে দাঁড়ায়।
শেষদিকে তাদেও অ্যালেন্ডের একটি প্রচেষ্টা গোলমুখে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সম্ভাব্য জয় হাতছাড়া হয় ইন্টার মিয়ামির।
কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের লস অ্যাঞ্জেলেস এফসির বিরুদ্ধে জয়ের পর ড্র করল মিয়ামি। ৩ পয়েন্ট হাতছাড়া হলেও, কোচ জাভিয়ের মাশ্চেরানো বলেন, “শুধু শারীরিক নয়, মানসিক চাপও ছিল। তাই গোল না খেয়ে ম্যাচ শেষ করা ইতিবাচক।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন