প্রত্যাশামতোই Ballon d’Or 2022 খেতাব রিয়াল মাদ্রিদের ফরাসী স্ট্রাইকার করিম বেনজেমার

ব্যালন ডি'অরে মেসি-রোনাল্ডোর রাজত্বের অবসান ঘটালেন বেনজেমা। শেষ ১৩ ব্যালন ডি'অরের ১২ টিই জিতেছে আর্জেন্টাইন এবং পর্তুগীজ কিংবদন্তী। ২০১৮ সালে প্রথমবার এই খেতাব জিতেছিলেন ক্রোয়েশিয়ার লুকা মড্রিচ।
করিম বেনজেমা
করিম বেনজেমাছবি সংগৃহীত

ফলাফলটা একপ্রকার জানাই ছিল। এসে গেল আনুষ্ঠানিক ঘোষণা। গত মরশুমে দুর্দান্ত পারফর্ম্যান্সের স্বীকৃতি স্বরূপ প্রথমবারের মতো ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পুরস্কার ব্যালন ডি'অর খেতাব জিতলেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমা। পঞ্চম ফরাসী ফুটবলার হিসেবে এই সম্মান জিতলেন বেনজেমা।

ব্যালন ডি'অরে মেসি-রোনাল্ডোর রাজত্বের অবসান ঘটালেন বেনজেমা। শেষ ১৩ ব্যালন ডি'অরের ১২ টিই জিতেছে আর্জেন্টাইন এবং পর্তুগীজ কিংবদন্তী। ২০১৮ সালে এই দুই তারকাকে ছাড়িয়ে প্রথমবার এই খেতাব জিতেছিলেন ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার লুকা মড্রিচ। এবার খেতাব উঠলো বেনজেমার হাতে।

গত মরশুমে সব ধরনের প্রতিযোগীতা মূলক ফুটবলে আধিপত্য দেখিয়েছেন বেনজেমা। তাঁর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কার্যত কেউই ছিল না। রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়নস লীগ জয়ে বিশাল অবদান ছিল তাঁর। সব মিলিয়ে ৪৬ ম্যাচে গোল করেছিলেন ৪৪টি, গোল করিয়েছেন ১৫টি। লা লিগায় ৩২ ম্যাচে তিনি ২৭ টি গোল করেন আর চ্যাম্পিয়নস লীগে ১২ ম্যাচে ১৫ গোল করেন তিনি।

সোমবার রাতে প্যারিসের আলো ঝলমলে অনুষ্ঠানে বেনজেমাকে বর্ষসেরা ফুটবলারের সম্মান ব্যালন ডি'অর হাতে তুলে দেন তাঁরই স্বদেশীয় কিংবদন্তী জিনেদিন জিদান। এই সম্মান জিতে উচ্ছ্বসিত বেনজেমা বলেছেন, "এটা আমাকে গর্বিত করেছে। আমি কখনো হাল ছাড়িনি। আমার জীবনে দুজন আদর্শ জিদান এবং রোনাল্ডো। আমার মধ্যে সব সময় এ স্বপ্ন ছিল যে সবকিছু সম্ভব। জীবনে এমন সময় এসেছে, যখন আমি ফ্রান্স দলে ছিলাম না। তবে আমি কঠিন পরিশ্রম করেছি এবং কখনো হাল ছাড়িনি।"

টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন বার্সেলোনার স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস।

প্রথমবারের মত 'সক্রেটিস অ্যাওয়ার্ড' জিতলেন সাদিও মানে। মাঠের বাইরে জনকল্যাণমূলক কাজে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মান প্রদান করা হয়েছে। সেরা তরুণ ফুটবলারের (অনূর্ধ্ব-২১) খ্যাতি পেলেন বার্সেলোনার পাবলো গাভি। বর্ষসেরা গোলরক্ষক হলেন থিবো কর্তোয়া, জিতলেন 'ইয়াসিন ট্রফি' আর বর্ষসেরা ফুটবল ক্লাবের খেতাব অর্জন করল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি।

করিম বেনজেমা
UEFA Awards: উয়েফা বর্ষসেরা ফুটবলার - পুরস্কার জিতলেন করিম বেনজেমা
করিম বেনজেমা
IND VS AUS: চার বলে চার উইকেট! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে সমালোচকদের কড়া জবাব শামির

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in