UEFA Champions League: ফিরতি লেগেও আর্সেনালের কাছে হার রিয়ালের! ড্র করেও ছিটকে গেল বায়ার্ন

People's Reporter: বুধবার মধ্যরাতে ঘরের মাঠে আর্সেনালের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ৩-০ গোলে হারতে হয়েছিল এমবাপ্পেদের।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে থেকে ছিটকে গেল রিয়াল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে থেকে ছিটকে গেল রিয়ালছবি - সংগৃহীত
Published on

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগেও আর্সেনালের কাছে হারতে হল রিয়াল মাদ্রিদকে। ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল এমবাপ্পেরা। অন্যদিকে ড্র করেও পরাস্ত হল বায়ার্ন মিউনিখ।

বুধবার মধ্যরাতে ঘরের মাঠে আর্সেনালের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ৩-০ গোলে হারতে হয়েছিল এমবাপ্পেদের। শেষ চারে উঠতে গেলে ৪-০ ব্যবধানে জিততেই হত ম্যাচটি। কিন্তু তা হল না। বরং ফিরতি লেগে ২-১ গোলে পরাস্ত হল রিয়াল মাদ্রিদ।

গোটা ম্যাচে দাপট বজায় রেখেছিল রিয়াল। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করতে থাকেন ভিনিসিয়াস জুনিয়ররা। তবে ৬৫ মিনিটের মাথায় গোল করেন আর্সেনালের সাকা। ৬৭ মিনিটে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। অতিরিক্ত সময়ের ৯০+৩ মিনিটে গ্যাব্রিয়েলের গোলে ২-১ গোলে জয় ছিনিয়ে নেয় আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে পরাস্ত হল রিয়াল মাদ্রিদ।

অন্যদিকে, বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে প্রথম লেগে ২-১ গোলে এগিয়ে ছিল ইতালির ক্লাব ইন্টার মিলান। গতকাল নিজেদের দখলেই বল রেখেছিল বায়ার্ন। ৫২ মিনিটে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেন। কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে ব্যর্থ হয় জার্মান ক্লাবটি। ৫৮ মিনিটে গোল করেন লাউতারো মার্টিনেজ। ৬১ মিনিটে বেঞ্জামিন পাভার্ডের গোলে লিড নেয় ইন্টার। ৭৬ মিনিটে এরিকের গোল করলেও বায়ার্নকে জেতাতে পারেননি। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জয়ী হয়ে সেমিফাইনালে উঠলো ইন্টার মিলান।

সেমিফাইনালে ভারতীয় সময় ৩০ এপ্রিল মধ্যরাতে আর্সেনালের মুখোমুখি হবে পিএসজি এবং ১ মে মধ্যরাতে ইন্টার মিলান খেলবে বার্সেলোনার বিরুদ্ধে। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ৭ মে এবং ৮ মে। দুটো ম্যাচই হবে মধ্যরাতে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে থেকে ছিটকে গেল রিয়াল
IPL 2025: ফের ম্যাচ গড়াপেটার আশঙ্কা আইপিএল-এ! ১০ ফ্র্যাঞ্চাইজিকে সতর্ক করল BCCI, নজরে এক ব্যবসায়ী
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে থেকে ছিটকে গেল রিয়াল
East Bengal: কোচের সাথে লাগাতার বচসা, অবশেষে ক্লেটনকে ছাড়লো ইস্টবেঙ্গল!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in