IPL 2025: ফের ম্যাচ গড়াপেটার আশঙ্কা আইপিএল-এ! ১০ ফ্র্যাঞ্চাইজিকে সতর্ক করল BCCI, নজরে এক ব্যবসায়ী

People's Reporter: পুরো বিষয়টি নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে বিসিসিআই-র 'দুর্নীতি দমন সুরক্ষা শাখা' (ACSU)। তাদের মতে এই ব্যবসায়ীর সঙ্গে বুকিদের যোগাযোগ রয়েছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ
Published on

আইপিএল-এ ফের ম্যাচ গড়াপেটার আশঙ্কা। হায়দরাবাদের এক ব্যবসায়ীকে কেন্দ্র করে এই ধোঁয়াশা তৈরি হয়েছে। তাঁকে নিয়ে আইপিএল-র ১০ ফ্র্যাঞ্চাইজিকে সতর্ক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

পুরো বিষয়টি নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে বিসিসিআই-র 'দুর্নীতি দমন সুরক্ষা শাখা' (ACSU)। তাদের মতে এই ব্যবসায়ীর সঙ্গে বুকিদের যোগাযোগ রয়েছে। তিনি দামি উপহারের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলতে এবং সন্দেহজনক যোগাযোগ স্থাপন করতে চাইছেন।

ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ ও ধারাভাষ্যকারদের উদ্দেশ্যে এই সতর্কতা পাঠানো হয়েছে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এই ব্যক্তি ফ্র্যাঞ্চাইজি মালিক থেকে শুরু করে খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ এবং এমনকি ধারাভাষ্যকারদের পরিবারের সদস্যদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করছেন।

'দুর্নীতি দমন সুরক্ষা শাখা' আরও জানিয়েছে, একাধিক ম্যাচে ওই ব্যবসায়ীকে গ্যালারিতে দেখা গেছে। পাশাপাশি দলগুলির হোটেলেও দেখতে পাওয়া গেছে তাঁকে।

আইপিএল-এ ম্যাচ গড়াপেটার ইতিহাস রয়েছে। যার কারণে ২০১৩ সালে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার এস শ্রীসান্থ, অজিত চান্ডিলা ও অঙ্কিত চবনকে গ্রেফতার করেছিল পুলিশ। ১১ জন বুকিকেও গ্রেফতার করা হয়েছিল। এমনকি ম্যাচ গড়াপেটার অভিযোগে দু'বছরের জন্য নির্বাসিত হয়েছিল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।

সেই ইতিহাস যাতে পুনরায় ফিরে না আসে তার জন্য তৎপর রয়েছে বিসিসিআই। ওই ব্যবসায়ীর নাম প্রকাশ্যে না আনলেও তাঁর উপর কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বলে জানা গেছে।

প্রতীকী ছবি
ISL 2024-25: ফাইনালের দিন আহত হয়েছেন বেঙ্গালুরু সমর্থকরা! মোহনবাগানের বিরুদ্ধে অভিযোগ
প্রতীকী ছবি
IPL 2025: কম রানের লক্ষ্য পূরণেও ব্যর্থ কেকেআর! হারের দায় নিজের কাঁধে নিলেন অধিনায়ক রাহানে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in