

আইপিএল-এ ফের ম্যাচ গড়াপেটার আশঙ্কা। হায়দরাবাদের এক ব্যবসায়ীকে কেন্দ্র করে এই ধোঁয়াশা তৈরি হয়েছে। তাঁকে নিয়ে আইপিএল-র ১০ ফ্র্যাঞ্চাইজিকে সতর্ক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
পুরো বিষয়টি নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে বিসিসিআই-র 'দুর্নীতি দমন সুরক্ষা শাখা' (ACSU)। তাদের মতে এই ব্যবসায়ীর সঙ্গে বুকিদের যোগাযোগ রয়েছে। তিনি দামি উপহারের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলতে এবং সন্দেহজনক যোগাযোগ স্থাপন করতে চাইছেন।
ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ ও ধারাভাষ্যকারদের উদ্দেশ্যে এই সতর্কতা পাঠানো হয়েছে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এই ব্যক্তি ফ্র্যাঞ্চাইজি মালিক থেকে শুরু করে খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ এবং এমনকি ধারাভাষ্যকারদের পরিবারের সদস্যদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করছেন।
'দুর্নীতি দমন সুরক্ষা শাখা' আরও জানিয়েছে, একাধিক ম্যাচে ওই ব্যবসায়ীকে গ্যালারিতে দেখা গেছে। পাশাপাশি দলগুলির হোটেলেও দেখতে পাওয়া গেছে তাঁকে।
আইপিএল-এ ম্যাচ গড়াপেটার ইতিহাস রয়েছে। যার কারণে ২০১৩ সালে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার এস শ্রীসান্থ, অজিত চান্ডিলা ও অঙ্কিত চবনকে গ্রেফতার করেছিল পুলিশ। ১১ জন বুকিকেও গ্রেফতার করা হয়েছিল। এমনকি ম্যাচ গড়াপেটার অভিযোগে দু'বছরের জন্য নির্বাসিত হয়েছিল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।
সেই ইতিহাস যাতে পুনরায় ফিরে না আসে তার জন্য তৎপর রয়েছে বিসিসিআই। ওই ব্যবসায়ীর নাম প্রকাশ্যে না আনলেও তাঁর উপর কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বলে জানা গেছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন