FIFA Club World Cup: আল আহলিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ

এখনও পর্যন্ত রেকর্ড সাতবার ক্লাব বিশ্বকাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। শেষবার তারা এই শিরোপা জিতেছিল ২০১৮ সালে।
রিয়াল মাদ্রিদ প্লেয়ারদের উচ্ছ্বাস
রিয়াল মাদ্রিদ প্লেয়ারদের উচ্ছ্বাসছবি - ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ট্যুইটার হ্যান্ডেল

সহজেই ক্লাব বিশ্বকাপের ফাইনালে পা রাখলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে মিশরের ক্লাব আল আহলিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে জায়গা করে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। শনিবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ খেলবে সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে।

প্রথম সেমিফাইনালে লাতিন আমেরিকান চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গোকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে আল হিলাল। বুধবার রাতে মরক্কোর রাজধানী রাবাতে দ্বিতীয় সেমি-ফাইনালে আল আহলির বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। চোটের কারণে রিয়ালের হয়ে এই ম্যাচে ছিলেন না নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়া, ফরোয়ার্ড করিম বেনজেমাসহ একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলার। তুলনামূলক ভাবে কম শক্তির দল নিয়েই মাঠে নেমেছিল লস ব্ল্যাঙ্কোসরা। তবে তাতে কোনো সমস্যার মধ্যে পড়তে হলো না উয়েফা চ্যাম্পিয়নদের।

প্রথমার্ধের ৪২ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর সাথে সাথেই ব্যবধান দ্বিগুণ করে স্প্যানিশ জায়ান্টরা। দ্বিতীয় গোলটি আসে ফেদে ভালভার্দের পা থেকে। ৬৫ মিনিটের মাথায় আলি মালাউল গোল করে আহলির হয়ে ব্যবধান কমালেও নির্ধারিত সময়ে সমতা ফিরে পাওয়া হয়নি মিশরের ক্লাবের।

৯০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। এরপর শেষ ইনজুরি সময়ে ঝড়ের গতিতে জোড়া গোল পেয়ে যায় রিয়াল। দলের হয়ে তৃতীয় গোলটি করেন রদ্রিগো এবং চতুর্থ গোলটি করেন সের্জিয়ো আরিবাস। ৮৫ মিনিটের মাথায় অবশ্য পেনাল্টি উপহার পেয়েছিল রিয়াল। তবে স্পট কিক থেকে গোল করতে পারেননি লুকা মড্রিচ।

এখনও পর্যন্ত রেকর্ড সাতবার ক্লাব বিশ্বকাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। শেষবার তারা এই শিরোপা জিতেছিল ২০১৮ সালে। এবার তাদের সামনে সুযোগ ক্লাব বিশ্বকাপের সংখ্যা আরো বাড়ানোর।

রিয়াল মাদ্রিদ প্লেয়ারদের উচ্ছ্বাস
Coupe De France: ফ্রেঞ্চ কাপের শেষ ষোলো থেকেই বিদায় মেসিদের, এই নিয়ে টানা দুবার
রিয়াল মাদ্রিদ প্লেয়ারদের উচ্ছ্বাস
IND vs AUS: দ্রুততম ভারতীয় হিসেবে টেস্টে ৪৫০ উইকেট! ক্যারিকে ফিরিয়ে একাধিক রেকর্ড অশ্বিনের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in