IND vs AUS: দ্রুততম ভারতীয় হিসেবে টেস্টে ৪৫০ উইকেট! ক্যারিকে ফিরিয়ে একাধিক রেকর্ড অশ্বিনের

ক্যারির উইকেটটিই রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট ক্যারিয়ারের ৪৫০ তম উইকেট। অনিল কুম্বলের (৬১৯) পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্টে ৪৫০ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করলেন অশ্বিন।
রবিচন্দ্রন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিনছবি - বিসিসিআই-র ট্যুইটার হ্যান্ডেল
Published on

অজি উইকেটকিপার অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে বড় মাইলফলক স্পর্শ করলেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪৫০ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করলেন তিনি। পাশাপাশি ভারতের দ্রুততম এবং বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবেও ৪৫০ উইকেটের মাইলস্টোনে পৌঁছালেন তিনি।

বৃহস্পতিবার নাগপুর টেস্টের প্রথম দিনে ৫৩.১ ওভারে রিভার্স সুইপ মারতে গিয়ে অশ্বিনের বলে বোল্ড হন অ্যালেক্স ক্যারি। ৩৩ বলে ৩৬ রান করে ফিরে যান তিনি। আর ক্যারির উইকেটটিই রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট ক্যারিয়ারের ৪৫০ তম উইকেট। অনিল কুম্বলের (৬১৯) পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্টে ৪৫০ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করলেন অশ্বিন।

টেস্ট ম্যাচ খেলার নিরিখে বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে এই সাফল্য পেলেন অশ্বিন। ৮০ ম্যাচ খেলে ৪৫০ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কান গ্রেট মুথাইয়া মুরলিধরন। অশ্বিন এই নজির গড়লেন ৮৯ ম্যাচে। ইনিংসের নিরিখে অবশ্য অশ্বিন রয়েছেন তৃতীয় স্থানে। ১৬৭ ইনিংসে ৪৫০ উইকেট পেলেন অশ্বিন। মুরলিধরন ১৩২ ইনিংসে এবং কুম্বলে ১৬৫ ইনিংসে ৪৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন।

এছাড়াও বলের নিরিখে বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৪৫০ উইকেট নিলেন অশ্বিন। অজি কিংবদন্তী পেসার গ্লেন ম্যাকগ্রাথ ২৩,৪৭৪ বল করে ৪৫০ তম উইকেটটি পেয়েছিলেন। অশ্বিনকে তা পাওয়ার জন্য করতে হয়েছে ২৩,৬৩৫ টি বল।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হল ১৭৭ রানে । ভারতের হয়ে পাঁচটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। তিনটি উইকেট পেয়েছেন অশ্বিন। একটি করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ এবং মহম্মদ শামি।

রবিচন্দ্রন অশ্বিন
Coupe De France: ফ্রেঞ্চ কাপের শেষ ষোলো থেকেই বিদায় মেসিদের, এই নিয়ে টানা দুবার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in