
টানা দ্বিতীয়বারের মতো ফরাসী লীগ কাপ 'কুপ দে ফ্রান্স'-এর শেষ ষোলো থেকেই বিদায় নিলেন লিওনেল মেসির দল। গত মরশুমে নিসের কাছে আটকে গিয়েছিল প্যারিস সাঁ জার্মেইন। এবার অলিম্পিক ডে মার্সেইয়ের বিরুদ্ধে ২-১ গোলে হারল প্যারিসিয়েনরা।
বুধবার শুরু থেকেই মেসি-নেইমারদের ওপর চাপ সৃষ্টি করে মার্সেই। ম্যাচে প্রথম গোলের মুখ খোলে তারাই। ৩১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে মার্সেইকে এগিয়ে দেন ৩৪ বর্ষীয় চিলি ফরোয়ার্ড অ্যালেক্সিস স্যাঞ্চেজ। গোল খেয়ে চাপে পড়া পিএসজি সমতা ফিরে পাওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাতে থাকে। প্রথমার্ধ শেষের আগে অবশ্য সমতা ফিরেও পায় মেসিরা। প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে সমতা ফেরান স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস।
প্রথমার্ধে সমতা বজায় থাকলেও দ্বিতীয়ার্ধের খেলা শুরুর অল্প সময়ের মধ্যেই ফের এগিয়ে যায় মার্সেই। ৫৭ মিনিটের মাথায় ইউক্রেনের ২৯ বর্ষীয় ফরোয়ার্ড রুসলান মেলিনোভস্কি গোল করে এগিয়ে দেন মার্সেইকে। এরপর অনেক চেষ্টা চালিয়েও গোল করতে পারেননি লিওনেল মেসিরা। ২-১ ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় অ্যালেক্সিস স্যাঞ্চেজরা।
নতুন বছরের শুরুটা লেন্সের বিপক্ষে হার দিয়ে করেছিল পিএসজি। তারপর থেকে মেসিদের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। জানুয়ারিতে ফের রেনের কাছে হারতে হয় তাদের। এবার লীগ কাপে মার্সেইয়ের কাছেও হারের মুখ দেখতে হলো। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলতে নামবে তারা। এই ম্যাচে চোটের কারণে ছিটকে গিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন