UCL: অ্যাটলেটিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষ আর্সেনাল

People's Reporter: বুধবার মধ্যরাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল দুই মাদ্রিদ।
বামদিকে আর্সেনাল, ডানদিকে রিয়াল মাদ্রিদ
বামদিকে আর্সেনাল, ডানদিকে রিয়াল মাদ্রিদছবি - সংগৃহীত
Published on

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদকে পেনাল্টিতে ৪-২ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছেন এমবাপ্পেরা। এবার তাদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব আর্সেনাল।

বুধবার মধ্যরাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছিল দুই মাদ্রিদ। প্রথম লেগে ২-১ গোলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। গতকাল ম্যাচের শুরুতেই অর্থাৎ ১ মিনিটের মাথায় কোনোরের গোলে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অ্যাটলেটিকো। ৯০ মিনিট পর্যন্ত একই ব্যবধান থাকে। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল হয়নি। দুই লেগ মিলিয়ে খেলার ফলাফল থাকে ২-২। পেনাল্টিতে ৪-২ গোলে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো।

অন্যদিকে, এলওএসসিকে ২-১ গোলে হারিয়ে (দুই লেগ মিলিয়ে ৩-২) শেষ আটে ডর্টমুন্ড। ক্লাব ব্রুগকে ৩-০ গোলে পরাজিত করে (৬-১) কোয়ার্টার ফাইনালে উঠেছে অ্যাস্টন ভিলাও। এছাড়া পিএসভির সাথে ২-২ ব্যবধানে ড্র করলেও প্রথম লেগে ৭-১ গোলের লিড থাকায় ৯-৩ ব্যবধানে শেষ আটের যোগ্যতা অর্জন করেছে আর্সেনালও।

উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে আর্সেনাল। বায়ার্ন মিউনিখ খেলবে ইন্টার মিলানের সাথে। এই দুটি ম্যাচই হবে ৮ এপ্রিল মধ্যরাতে (ভারতীয় সময় অনুযায়ী)। বার্সা খেলবে ডর্টমুন্ডের বিরুদ্ধে এবং অ্যাস্টন ভিলা মুখোমুখি হবে পিএসজির। এই দুটি ম্যাচ হবে ৯ এপ্রিল মধ্যরাতে। দ্বিতীয় লেগের ম্যাচ হবে যথাক্রমে ১৬ এপ্রিল মধ্যরাতে (বার্সেলোনা বনাম ডর্টমুন্ড এবং অ্যাস্টন ভিলা বনাম পিএসজি) এবং ১৭ এপ্রিল মধ্যরাতে (রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল এবং ইন্টার মিলান বনাম বায়ার্ন মিউনিখ)।

বামদিকে আর্সেনাল, ডানদিকে রিয়াল মাদ্রিদ
UCL: পরাস্ত বেনফিকা, চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বার্সা! লিভারপুলকে হারিয়ে অ্যানফিল্ডে ইতিহাস পিএসজির
বামদিকে আর্সেনাল, ডানদিকে রিয়াল মাদ্রিদ
Cricket: প্রথম টেস্ট ম্যাচের ১৫০ বছর! অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচকে স্মরণীয় রাখতে বিশেষ পরিকল্পনা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in