রতন টাটাকে ভারত গৌরব সম্মান দেবে ইস্টবেঙ্গল
রতন টাটাকে ভারত গৌরব সম্মান দেবে ইস্টবেঙ্গলছবি - সংগৃহীত

East Bengal: রতন টাটাকে ভারত গৌরব সম্মান দেবে ইস্টবেঙ্গল

ক্লাবের বক্তব্য ক্রীড়ার উন্নতিতে শুধু প্লেয়ায় আর কর্মকর্তারা করেন না। শিল্পপতিরাও করেন। আর রতন টাটার খেলার প্রতি অবদান দেখেই এই সম্মান প্রদানের কথা ভাবা হয়েছে।
Published on

অভিনব উদ্যোগ নিলো ইস্টবেঙ্গল ক্লাব। আগামী ১ অগাস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবস। প্রতিবার বিশেষ একজন ক্রীড়াবিদকে ভারত গৌরব সম্মান দেয় ক্লাব। এবার সেই ধারা কিছুটা ভেঙে শিল্পপতি রতন টাটাকে এই সম্মান দেবে শতবর্ষ প্রাচীন ক্লাব।

কেন রতন টাটাকে এই সম্মান দেওয়া হচ্ছে? ক্লাবের বক্তব্য ক্রীড়ার উন্নতি শুধু প্লেয়ায় আর কর্মকর্তারা করেন না। শিল্পপতিরাও করেন। আর রতন টাটার খেলার প্রতি অবদান দেখেই এই সম্মান প্রদানের কথা ভাবা হয়েছে।

ক্লাবের তরফ থেকে আরও জানানো হয়েছে, ভারতের অন্যতম সেরা ফুটবল অ্যাকাডেমি হলো টাটা ফুটবল অ্যাকাডেমি। দেশের বহু কৃতি ফুটবলার উঠে এসেছেন এই অ্যাকাডেমি থেকে। বাংলার প্রচুর তরুণও এই অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন এবং আসছেনও। ভারতীয় ফুটবলে দাপিয়ে খেলেছেন তারা।

ক্লাব জানিয়েছে, রতন টাটাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসতে না পারলে তাঁর তরফে কেউ আসবেন।

সূত্রের খবর, পরেরবার মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি পেতে পারেন ভারত গৌরব সম্মান। ভারতের এই মুহূর্তে এক নম্বর ফুটবল লিগ আইএসএলের সংস্থা এফএসডিএলের চেয়ারপার্সন হলেন নীতা। ইস্টবেঙ্গলের এবার লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান দেওয়া হবে প্রাক্তন গোলকিপার তরুণ বসু এবং অরূপ ভট্টাচার্যকে। ১ অগাস্টের অনুষ্ঠানে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও থাকতে পারেন ইস্টবেঙ্গল দিবসে।

রতন টাটাকে ভারত গৌরব সম্মান দেবে ইস্টবেঙ্গল
CFL: মোহনবাগান ম্যাচে রেফারি নিয়ে ক্ষোভ, IFA-কে চিঠি দিচ্ছে কালীঘাট
রতন টাটাকে ভারত গৌরব সম্মান দেবে ইস্টবেঙ্গল
অভিষেক টেস্টে দুরন্ত পারফর্ম্যান্স, ICC ক্রমতালিকায় এক ধাক্কায় ১১ ধাপ উঠলেন যশস্বী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in