

আইসিসি টেস্ট ক্রিকেটে ব্যাটারদের র্যাঙ্কিং-এ এক ধাক্কায় ১১ ধাপ উঠে এলেন যশস্বী জয়সওয়াল। ৪৬৬ পয়েন্ট নিয়ে ৬৩ তম স্থানে রয়েছেন ভারতের এই তরুণ তারকা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে টেস্টে অভিষেক হয় যশস্বী জয়সওয়ালের। দুই টেস্টে তিন ইনিংসে মোট ২৬৬ রান করেন তিনি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ১৭১ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫৭ এবং দ্বিতীয় ইনিংসে ৩৮ রান করেছিলেন। যার সুবাদে আইসিসির ক্রম তালিকায় ১১ ধাপ উঠে ৬৩ নম্বরে রয়েছেন তিনি।
শুবমন গিল রয়েছেন ৫১ নম্বরে। তাঁর পয়েন্ট ৫০৯। অক্ষর প্যাটেল ৫৩২ পয়েন্ট নিয়ে রয়েছেন ৪৭ নম্বরে। এক ধাপ ওপরে উঠে টেস্ট ক্রিকেটের ব্যাটারদের তালিকায় ৩৭ নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। তাঁর পয়েন্ট ৫৮৩। দু'ধাপ নেমে ৩১ নম্বরে রয়েছেন চেতেশ্বর পূজারা (৬০৬)। বিরাট কোহলি আছেন ১৪ নম্বরে (৭৩৩)। টেস্টে ব্যাটারদের তালিকায় প্রথম দশে আছেন কেবল রোহিত শর্মা। ৭৫৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছেন তিনি।
অন্যদিকে, ওডিআই ব্যাটারদের র্যাঙ্কিং-এ প্রথম দশে রয়েছেন তিন জন ভারতীয় ব্যাটার। পঞ্চম স্থানে রয়েছেন শুভমন গিল। তাঁর পয়েন্ট ৭৩৮। অষ্টম স্থানে রয়েছেন বিরাট কোহলি। তারকা ব্যাটারের পয়েন্ট ৭১৯। রোহিত শর্মা দশম স্থানে আছেন। তাঁর পয়েন্ট ৭০৭।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন