অভিষেক টেস্টে দুরন্ত পারফর্ম্যান্স, ICC ক্রমতালিকায় এক ধাক্কায় ১১ ধাপ উঠলেন যশস্বী

দুই টেস্টে তিন ইনিংসে মোট ২৬৬ রান করেন তিনি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ১৭১ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫৭ এবং দ্বিতীয় ইনিংসে ৩৮ রান করেছিলেন।
যশস্বী জয়সওয়াল
যশস্বী জয়সওয়ালছবি - আইসিসির ফেসবুক পেজ

আইসিসি টেস্ট ক্রিকেটে ব্যাটারদের র‍্যাঙ্কিং-এ এক ধাক্কায় ১১ ধাপ উঠে এলেন যশস্বী জয়সওয়াল। ৪৬৬ পয়েন্ট নিয়ে ৬৩ তম স্থানে রয়েছেন ভারতের এই তরুণ তারকা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে টেস্টে অভিষেক হয় যশস্বী জয়সওয়ালের। দুই টেস্টে তিন ইনিংসে মোট ২৬৬ রান করেন তিনি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ১৭১ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫৭ এবং দ্বিতীয় ইনিংসে ৩৮ রান করেছিলেন। যার সুবাদে আইসিসির ক্রম তালিকায় ১১ ধাপ উঠে ৬৩ নম্বরে রয়েছেন তিনি।

শুবমন গিল রয়েছেন ৫১ নম্বরে। তাঁর পয়েন্ট ৫০৯। অক্ষর প্যাটেল ৫৩২ পয়েন্ট নিয়ে রয়েছেন ৪৭ নম্বরে। এক ধাপ ওপরে উঠে টেস্ট ক্রিকেটের ব্যাটারদের তালিকায় ৩৭ নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। তাঁর পয়েন্ট ৫৮৩। দু'ধাপ নেমে ৩১ নম্বরে রয়েছেন চেতেশ্বর পূজারা (৬০৬)। বিরাট কোহলি আছেন ১৪ নম্বরে (৭৩৩)। টেস্টে ব্যাটারদের তালিকায় প্রথম দশে আছেন কেবল রোহিত শর্মা। ৭৫৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছেন তিনি।

অন্যদিকে, ওডিআই ব্যাটারদের র‍্যাঙ্কিং-এ প্রথম দশে রয়েছেন তিন জন ভারতীয় ব্যাটার। পঞ্চম স্থানে রয়েছেন শুভমন গিল। তাঁর পয়েন্ট ৭৩৮। অষ্টম স্থানে রয়েছেন বিরাট কোহলি। তারকা ব্যাটারের পয়েন্ট ৭১৯। রোহিত শর্মা দশম স্থানে আছেন। তাঁর পয়েন্ট ৭০৭।

যশস্বী জয়সওয়াল
ICC World Cup 23: নিরাপত্তার কারণে বদল হতে পারে ভারত-পাক দ্বৈরথের দিন, কবে হবে হাইভোল্টেজ ম্যাচ?
যশস্বী জয়সওয়াল
WTC: শীর্ষে পাকিস্তান! ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ড্র করে ভারতের স্থান কত?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in