ICC World Cup 23: নিরাপত্তার কারণে বদল হতে পারে ভারত-পাক দ্বৈরথের দিন, কবে হবে হাইভোল্টেজ ম্যাচ?

নবরাত্রি থাকায় নিরাপত্তার কারণেই সম্ভবত ম্যাচটি এগিয়েও আসতে পারে অথবা পিছিয়েও যেতে পারে। ১৪ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে পারে ভারত-পাক দ্বৈরথ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত

বদলে যেতে পারে বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের দিন। ১৫ অক্টোবর গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল ম্যাচটি। নবরাত্রি থাকায় নিরাপত্তার কারণেই সম্ভবত ম্যাচটি এগিয়েও আসতে পারে অথবা পিছিয়েও যেতে পারে।

ক্রিকেট বিশ্বকাপে ফাইনালের থেকেও বড় ম্যাচ হলো ভারত-পাক দ্বৈরথ। কিন্তু সেই ম্যাচ কবে হবে তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিসিআই-র এক আধিকারিক জানিয়েছেন, আমরা দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো। ওই একই দিনে নবরাত্রি অনুষ্ঠান রয়েছে। ফলে ম্যাচ দেখতে যেমন দর্শক আসবে তেমন প্রচুর মানুষও রাস্তায় নামবে। হাইভোল্টেজ ম্যাচে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কাতেই ম্যাচটির দিন পরিবর্তন করতে হতে পারে। ইতিমধ্যেই আইসিসির কাছে চিঠি লেখা হয়েছে।

পশ্চিমবঙ্গে যেমন দুর্গাপুজো পালিত হয় গুজরাটেও তেমন নবরাত্রি ধুমধাম করে উদযাপন করা হয়। সূত্রের খবর, ম্যাচটি পিছিয়ে যাওয়ার বদলে একদিন এগিয়ে আসতে পারে। ১৪ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে পারে ভারত-পাক দ্বৈরথ। যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি। কারণ ১৪ অক্টোবর দু'টি ম্যাচ রয়েছে।

৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ৮ অক্টোবর। এরপর ১১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে দিল্লিতে খেলবে রোহিত ব্রিগেড। তারপর রয়েছে পাকিস্তানের সাথে ম্যাচ। ১৯ অক্টোবর বাংলাদেশের মুখোমুখি হবে বিরাটরা। ২২ অক্টোবর প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২৯ অক্টোবর ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ৫ নভেম্বর বিপক্ষে থাকবে দক্ষিণ আফ্রিকা এবং ১১ নভেম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামবে রোহিতরা।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর। মুম্বইয়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। দ্বিতীয় সেমিফাইনালে অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর। এই ম্যাচটি খেলা হবে ইডেন গার্ডেন্সে। ১৯ নভেম্বর আমেদাবাদে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের মেগা ফাইনাল।

প্রতীকী ছবি
T-20 Cricket: টি-২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড! এক ম্যাচে ৭ উইকেট নিয়ে নজির সিয়াজরুলের
প্রতীকী ছবি
কোরিয়া ওপেন চ্যাম্পিয়ন হতেই কেরিয়ারের সেরা র‍্যাঙ্কিং-এ সাত্ত্বিক-চিরাগ জুটি!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in