T-20 Cricket: টি-২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড! এক ম্যাচে ৭ উইকেট নিয়ে নজির সিয়াজরুলের

সিয়াজরুলের আগে এতদিন সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন নাইজেরিয়ার পিটার আহো। ২০২১ সালে সিয়েরা লিয়োনের বিরুদ্ধে ৫ রান দিয়ে ৬ উইকেট সংগ্রহ করেছিলেন।
সিয়াজরুল ইদ্রুস
সিয়াজরুল ইদ্রুসছবি - আইসিসির ট্যুইটার

টি-২০তে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করলেন মালয়েশিয়ার পেস বোলার সিয়াজরুল ইদ্রুস। টি-২০ বিশ্বকাপে এশিয়া বি বাছাইপর্বের ম্যাচে চীনের বিরুদ্ধে এই নজির গড়েছেন তিনি। যা পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছেন।

কুয়ালালামপুরে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চীন। ৪ ওভার শেষে ১২ রান ছিল তাদের। নিজের দ্বিতীয় ওভারে প্রথম উইকেট নেন সিয়াজরুল। ফেরান চীনের ওয়াং লিউয়ানকে। ওই ওভারেই আরও ৩টি উইকেট নেন তিনি। ৪ ওভার বল করে ৮ রান দিয়ে ৭ উইকেট নেন তিনি। সাথে রয়েছে ২০টি ডট বল ও ১টি মেইডেন ওভার।

সিয়াজরুলের আগে এতদিন সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন নাইজেরিয়ার পিটার আহো। ২০২১ সালে সিয়েরা লিয়োনের বিরুদ্ধে ৫ রান দিয়ে ৬ উইকেট সংগ্রহ করেছিলেন। এতদিন এটাই ছিল টি-২০ ক্রিকেটের ইতিহাসে একটি ম্যাচে সর্বোচ্চ উইকেট।

তৃতীয় স্থানে আছেন দু'জন বোলার। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৭ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন ভারতের দীপক চাহার। ২০২১ সালে লেসোথোর বিরুদ্ধে ৭ রান দিয়ে ৬ উইকেট নিয়ে দীপকের সাথেই তৃতীয় স্থানে রয়েছেন উগান্ডার দীনেশ নাকরানি।

সিয়াজরুল ইদ্রুসের আগুনে বোলিং-র জেরে ১১.২ ওভারেই মাত্র ২৩ রানে ইনিংস শেষ হয়ে যায় চীনের। জবাবে ব্যাট করতে নেমে ৪.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪ রান তুলে ম্যাচ জেতে মালয়েশিয়া। ম্যাচের সেরা হয়েছেন সিয়াজরুল ইদ্রুস। কারণ তিনি শুধু সাত উইকেটই সংগ্রহ করেননি। পুরুষদের আন্তর্জাতিক টি-২০তে সেরা বোলিং ফিগারের মালিক হলেন তিনি। এছাড়া সাতটি উইকেটই নিয়েছেন বোল্ড করে। চীনের ৫ জন ব্যাটারকে ফিরিয়েছেন শূন্য রানে।

সিয়াজরুল ইদ্রুস
WTC: শীর্ষে পাকিস্তান! ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ড্র করে ভারতের স্থান কত?
সিয়াজরুল ইদ্রুস
'THE 42' থেকে ঝাঁপ দিয়ে ডুরান্ড কাপ উদ্বোধন সেনা কর্তার! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী কলকাতা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in