পাক-হামলার তীব্র প্রতিবাদ, পিএসএল বয়কট রাশিদের! সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পদক্ষেপ আফগান তারকার

People's Reporter: রাশিদ খান নিজের এক্স মাধ্যমের বায়ো (Bio) থেকে পাকিস্তান সুপার লিগের (PSL) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের-র নাম মুছে ফেলেছেন।
রাশিদ খান
রাশিদ খানছবি - রাশিদ খানের এক্স হ্যান্ডেল
Published on

পাকিস্তানের বিমান হামলায় ৫ আফগান নাগরিক ও ৩ ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছেন রাশিদ খান সহ গোটা আফগান ক্রিকেট বোর্ড। লাহোরে নির্ধারিত ত্রিদেশীয় সিরিজ থেকেও নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান। এবার পিএসএলেও হয়তো আর দেখা যাবে না রাশিদ খানকে। নিজের সমাজমাধ্যমে তেমনটাই ইঙ্গিত দিলেন তারকা অলরাউন্ডার।

রাশিদ খান নিজের এক্স মাধ্যমের বায়ো (Bio) থেকে পাকিস্তান সুপার লিগের (PSL) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের-র নাম মুছে ফেলেছেন। ২০২১ সালে এই ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তিবদ্ধ হন তিনি। ৩টি শিরোপা জেতাতেও লাহোর কালান্দার্সকে সাহায্য করেছিলেন রাশিদ খান। পাক হামলার পর লাহোরের নাম সরানো যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এর আগে পাক হামলার তীব্র নিন্দাও করেন রাশিদ। তিনি লেখেন, "আফগানিস্তানে সাম্প্রতিক পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় নারী, শিশু এবং বিশ্ব মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছিলেন এমন তরুণ ক্রিকেটারদের প্রাণহানি ঘটেছে"।

ছবি - স্ক্রীনশট

তিনি আরও লেখেন "বেসামরিক পরিকাঠামো লক্ষ্য করে আক্রমণ করা সম্পূর্ণ অনৈতিক এবং বর্বর। এই অন্যায্য এবং বেআইনি কাজগুলি মানবাধিকার লঙ্ঘন করছে"।

পাশাপাশি রাশিদ জানান, "মূল্যবান জীবনহানির প্রতিবাদে আমি পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন ম্যাচ থেকে ACB-এর প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানাই। এই কঠিন সময়ে আমি আমাদের জনগণের পাশে আছি, আমাদের জাতীয় মর্যাদা সবার আগে থাকা উচিত"।

রাশিদ খান
Afghanistan: পাক হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার! ত্রিদেশীয় সিরিজ বয়কটের ডাক রাশিদ খানদের
রাশিদ খান
FIFA Rankings: গত ৯ বছরে সবথেকে খারাপ র‍্যাঙ্কিং! ফিফা তালিকার কত নম্বরে ভারতীয় ফুটবল দল?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in