IPL-এ নবম উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ রশিদ-জোসেফের, আন্তর্জাতিক T-20তে এই রেকর্ড কাদের দখলে?

টি-টোয়েন্টি ক্রিকেটে নবম উইকেটে সর্বোচ্চ রান করার নজির অবশ্য রয়েছে দুই বেলজিয়ান ক্রিকেটারের দখলে।
রশিদ খান
রশিদ খানছবি - গুজরাট টাইটন্সের ফেসবুক পেজ

মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে রান তাড়া করতে নেমে শুক্রবার অনবদ্য এক ইনিংস খেলেন রশিদ খান। ব্যাট হাতে ৩টি বাউন্ডারি এবং ১০টি ওভার বাউন্ডারির মাধ্যমে মাত্র ৩২ বলে ৭৯ রান করেন তিনি। আলজারি জোসেফের সঙ্গে জুটি বেঁধে নবম উইকেটে ৮৮* রান যোগ করেন রশিদ। আইপিএলের ইতিহাসে নবম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে নবম উইকেটে এর থেকেও বেশি রানের নজির রয়েছে।

আইপিএলের মঞ্চে নবম উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপের নিরিখে রশিদ এবং আলজারি জোসেফ জুটি অনেকটাই পেছনে ফেলেছেন বাকি প্রতিপক্ষদের। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল স্যাম কুরান এবং ইমরান তাহিরের নামে। চেন্নাইয়ের হয়ে কুরান এবং তাহির নবম উইকেটে ৪৩ রানের পার্টনারশিপ গড়েছিলেন। রশিদ-জোসেফ গতকাল তাঁদের ছাপিয়ে গেলেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে নবম উইকেটে সর্বোচ্চ রান করার নজির অবশ্য রয়েছে দুই বেলজিয়ান ক্রিকেটারের দখলে। ২০২১ সালের ২৪ শে জুলাই ওয়াটারলুতে অস্ট্রিয়ার বিপক্ষে নবম উইকেটে ১৩২* রানের পার্টনারশিপ গড়েছিলেন বেলজিয়ামের সাবের জাখিল এবং সাকলাইন আলি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এই তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করেছেন রশিদ খান এবং আলজারি জোসেফ।

নবম উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপের নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন ইশরুল ইসলাম এবং জয়নুল ইসলামের দখলে। পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে রূপগঞ্জের বিপক্ষে ২০২১ সালে নবম উইকেটে ৭৩* রান যোগ করেন এই জুটি। চতুর্থ স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড এবং আকেইল হোসেনের জুটি। ২০২২ সালে ব্রিজটাউনে ইংল্যান্ডের বিরুদ্ধে নবম উইকেটে ৭২* রানে অপরাজিত ছিলেন এই জুটি।

রশিদ খান
IPL 2023 : ১০ টি ছক্কা হাঁকালেন রশিদ খান, আফগান স্পিনার ভাগ বসালেন গিলক্রিস্ট - পোলার্ডের রেকর্ডে
রশিদ খান
অপেক্ষা আর কিছুদিন, এই ফুটবলারকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in