

মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে রান তাড়া করতে নেমে শুক্রবার অনবদ্য এক ইনিংস খেলেন রশিদ খান। ব্যাট হাতে ৩টি বাউন্ডারি এবং ১০টি ওভার বাউন্ডারির মাধ্যমে মাত্র ৩২ বলে ৭৯ রান করেন তিনি। আলজারি জোসেফের সঙ্গে জুটি বেঁধে নবম উইকেটে ৮৮* রান যোগ করেন রশিদ। আইপিএলের ইতিহাসে নবম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে নবম উইকেটে এর থেকেও বেশি রানের নজির রয়েছে।
আইপিএলের মঞ্চে নবম উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপের নিরিখে রশিদ এবং আলজারি জোসেফ জুটি অনেকটাই পেছনে ফেলেছেন বাকি প্রতিপক্ষদের। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল স্যাম কুরান এবং ইমরান তাহিরের নামে। চেন্নাইয়ের হয়ে কুরান এবং তাহির নবম উইকেটে ৪৩ রানের পার্টনারশিপ গড়েছিলেন। রশিদ-জোসেফ গতকাল তাঁদের ছাপিয়ে গেলেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে নবম উইকেটে সর্বোচ্চ রান করার নজির অবশ্য রয়েছে দুই বেলজিয়ান ক্রিকেটারের দখলে। ২০২১ সালের ২৪ শে জুলাই ওয়াটারলুতে অস্ট্রিয়ার বিপক্ষে নবম উইকেটে ১৩২* রানের পার্টনারশিপ গড়েছিলেন বেলজিয়ামের সাবের জাখিল এবং সাকলাইন আলি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এই তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করেছেন রশিদ খান এবং আলজারি জোসেফ।
নবম উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপের নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন ইশরুল ইসলাম এবং জয়নুল ইসলামের দখলে। পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে রূপগঞ্জের বিপক্ষে ২০২১ সালে নবম উইকেটে ৭৩* রান যোগ করেন এই জুটি। চতুর্থ স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড এবং আকেইল হোসেনের জুটি। ২০২২ সালে ব্রিজটাউনে ইংল্যান্ডের বিরুদ্ধে নবম উইকেটে ৭২* রানে অপরাজিত ছিলেন এই জুটি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন