

আগামী মরসুমের জন্য ভালো দলগঠন করতে মরিয়া ইস্টবেঙ্গল। এবার জাভির সিভেরিও'র সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে লাল-হলুদের। কিছুদিনের মধ্যেই ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করতে চলেছেন তিনি।
শোনা যাচ্ছে, গত মঙ্গলবারই এই তারকা স্ট্রাইকার জাভির সিভেরিওর সঙ্গে কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছে লাল-হলুদের। সেক্ষেত্রে ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভাকে সঙ্গ দিতে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে দলে আসতে পারেন তিনি।
গত দুই আইএসএলে সব মিলিয়ে ৪৫টি ম্যাচ খেলেছেন তিনি। তার মধ্যে ১২টি গোল এসেছে এই তারকার পা থেকে। এর আগে দ্বিতীয় ডিভিশনের স্প্যানিশ লিগে মোট ৪৮টি ম্যাচ খেলে ৪০টি গোল করারও রেকর্ড ছিল তাঁর।
ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগে ক্লেটন সিলভা থাকায় প্রতিপক্ষের ডিফেন্সে যে বড় রকমের ঝড় উঠবে তা বলাই যায়।গত আইএসএলে লাল-হলুদ বাহিনী ছ'টি ম্যাচে জেতে। মরশুম শেষে তারা ব্রিটিশ কোচ স্টিফেন কনস্টান্টাইনকেও বিদায় জানিয়ে দেয় এবং পরের মরশুমের জন্য প্রাক্তন বেঙ্গালুরু এফসি কোচ কার্লস কুয়াদ্রাতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন
