৭ উইকেট নিয়ে নির্বাচকদের যোগ্য জবাব 'ফিট' শামির! উত্তরাখণ্ড জয় দিয়ে রঞ্জি অভিযান শুরু বাংলার

People's Reporter: প্রথম ইনিংসে ১৪.৫ ওভার বল করে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন শামি। দ্বিতীয় ইনিংসে ২৪.৪ ওভার বল করে মাত্র ৩৮ রানের বিনিময়ে ৪ উইকেট নেন তিনি।
মহম্মদ শামি
মহম্মদ শামিছবি - সংগৃহীত
Published on

দুরন্ত ছন্দে বাংলার পেসার মহম্মদ শামি। দুই ইনিংস মিলিয়ে উত্তরাখণ্ডের বিরুদ্ধে মোট ৭ উইকেট নিলেন তিনি। প্রথম ম্যাচ জিতে রঞ্জি ট্রফি অভিযান শুরু করল বাংলা।

নিজের পারফর্মের মাধ্যমেই ভারতের নির্বাচকদের কড়া জবাব দিলেন মহম্মদ শামি। বিসিসিআই-র প্রধান নির্বাচক বলেছিলেন, মহম্মদ শামি ফিট নন বলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা হয়নি তাঁর। যদিও শামির বক্তব্য ছিল, তিনি ফিট বলেই বাংলার হয়ে রঞ্জি খেলছেন।

তিনি যে ফিট তা কথায় নয়, কাজে প্রমাণ দিলেন শামি। প্রথম ইনিংসে ১৪.৫ ওভার বল করে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ২৪.৪ ওভার বল করে মাত্র ৩৮ রানের বিনিময়ে ৪ উইকেট নেন তিনি।

চতুর্থদিনের শুরুতেই ৫৫ রানে এগিয়ে শুরু করে উত্তরাখণ্ড। হাতে ছিল ৮ উইকেট। কিন্তু দিনের শুরুতেই প্রায় ২০ ওভার পরে, পুরনো বলে উইকেট নিয়ে সকলকে চমকে দিলেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। এরপর নতুন বল হাতে উইকেট নেন আকাশ দীপ, ঈশান পোড়েল এবং সুরজ সিন্ধু জয়সওয়াল।

বাংলার সামনে ১৫৬ রানের লক্ষ্য ছিল। ২ উইকেটের বিনিময়ে লক্ষ্যমাত্রা পূরণ করেন বাংলার ব্যাটাররা। ৭১ রানে অপরাজিত থাকেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ এবং ১৬ রানে অপরাজিত থাকেন বিশাল ভাট্টি। এছাড়া ৪৬ রান করে আউট হন সুদীপ কুমার ঘরামি এবং ১৬ রানে ফিরতে হয়েছিল সুদীপ চ্যাটার্জীকে। এদিন বাংলার জয় দেখতে মাঠে ছিলেন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি ও বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা।

প্রসঙ্গত, বিসিসিআই-র প্রধান নির্বাচক অজিত আগারকর শামির দলে না থাকা নিয়ে শুক্রবার বলেছিলেন, "ভারতের হয়ে সে অসাধারণ পারফর্মার। কিন্তু ইংল্যান্ডের আগেও আমরা বলেছিলাম যে সে যদি ফিট থাকত, তাহলে সে বিমানে থাকত। দুর্ভাগ্যবশত, সে ছিল না এবং আমাদের ঘরোয়া মরসুম সবেমাত্র শুরু হয়েছে।"

মহম্মদ শামি
Shubman Gill: 'আমাদের মধ্যে কোনও সমস্যাই নেই' - রোহিত, বিরাটের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন গিল
মহম্মদ শামি
'ফিট থাকলে স্কোয়াডে থাকত' - অস্ট্রেলিয়া সফরে শামির না থাকা নিয়ে মুখ খুললেন অজিত আগারকর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in