
দুরন্ত ছন্দে বাংলার পেসার মহম্মদ শামি। দুই ইনিংস মিলিয়ে উত্তরাখণ্ডের বিরুদ্ধে মোট ৭ উইকেট নিলেন তিনি। প্রথম ম্যাচ জিতে রঞ্জি ট্রফি অভিযান শুরু করল বাংলা।
নিজের পারফর্মের মাধ্যমেই ভারতের নির্বাচকদের কড়া জবাব দিলেন মহম্মদ শামি। বিসিসিআই-র প্রধান নির্বাচক বলেছিলেন, মহম্মদ শামি ফিট নন বলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা হয়নি তাঁর। যদিও শামির বক্তব্য ছিল, তিনি ফিট বলেই বাংলার হয়ে রঞ্জি খেলছেন।
তিনি যে ফিট তা কথায় নয়, কাজে প্রমাণ দিলেন শামি। প্রথম ইনিংসে ১৪.৫ ওভার বল করে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ২৪.৪ ওভার বল করে মাত্র ৩৮ রানের বিনিময়ে ৪ উইকেট নেন তিনি।
চতুর্থদিনের শুরুতেই ৫৫ রানে এগিয়ে শুরু করে উত্তরাখণ্ড। হাতে ছিল ৮ উইকেট। কিন্তু দিনের শুরুতেই প্রায় ২০ ওভার পরে, পুরনো বলে উইকেট নিয়ে সকলকে চমকে দিলেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। এরপর নতুন বল হাতে উইকেট নেন আকাশ দীপ, ঈশান পোড়েল এবং সুরজ সিন্ধু জয়সওয়াল।
বাংলার সামনে ১৫৬ রানের লক্ষ্য ছিল। ২ উইকেটের বিনিময়ে লক্ষ্যমাত্রা পূরণ করেন বাংলার ব্যাটাররা। ৭১ রানে অপরাজিত থাকেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ এবং ১৬ রানে অপরাজিত থাকেন বিশাল ভাট্টি। এছাড়া ৪৬ রান করে আউট হন সুদীপ কুমার ঘরামি এবং ১৬ রানে ফিরতে হয়েছিল সুদীপ চ্যাটার্জীকে। এদিন বাংলার জয় দেখতে মাঠে ছিলেন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি ও বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা।
প্রসঙ্গত, বিসিসিআই-র প্রধান নির্বাচক অজিত আগারকর শামির দলে না থাকা নিয়ে শুক্রবার বলেছিলেন, "ভারতের হয়ে সে অসাধারণ পারফর্মার। কিন্তু ইংল্যান্ডের আগেও আমরা বলেছিলাম যে সে যদি ফিট থাকত, তাহলে সে বিমানে থাকত। দুর্ভাগ্যবশত, সে ছিল না এবং আমাদের ঘরোয়া মরসুম সবেমাত্র শুরু হয়েছে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন